অরুণাচলে সিয়াং নদীর জল কালো, নেপথ্যে চিনের সুড়ঙ্গ-খনন?
নয়াদিল্লি: আচমকা কালো ও কর্দমাক্ত হয়ে উঠেছে স্বচ্ছ থাকা অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা সিয়াং নদীর জল। ঘটনার নেপথ্যে চিনের দীর্ঘ সুড়ঙ্গ তৈরি দায়ী বলে অভিযোগ উঠেছে।
অরুণাচলের কংগ্রেস সাংসদ নিনোং এরিং সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি লিখেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, নভেম্বর মাসে সিয়াং নদীর জল কালো ও ঘোলাটে হওয়া সত্যিই আস্বাভাবিক। তাঁর দাবি, চিনা দিকে বিপুল খননকার্য চলায় নদীর জলে এই হাল হয়েছে।
এরিং জানান, ব্রহ্মপুত্র নদের জলকে শিনজিয়াং প্রদেশে পাঠানোর জন্য দীর্ঘ এক হাজার কিলোমিটার সুড়ঙ্গ তৈরি করছে চিন বলে সম্প্রতি খবর প্রচারিত হয়েছে। বেজিং সেই দাবি খারিজ করলেও, সিয়াংয়ের জল মেটে হওয়ার কারণ আর অন্য কিছু হতেই পারে না।
নিনোংয়ের অভিযোগ, সিয়াংয়ের জল শুধু কালো, মেটে ও ঘোলাটে হয়েছে তাই নয়। জলে সিমেন্ট-জাতীয় পদার্থও দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, শিনজিয়াং প্রদেশে ওই সুড়ঙ্গ তৈরি করার জন্য বিপুল খননকার্য চলছে। ফলে, পাথরের গুঁড়ো ও মাটি সব গিয়ে ব্রহ্মপুত্রের জলে গিয়ে মিশছে। যার ফলেই, সিয়াংয়ের জল এভাবে কালো ও কর্দমাক্ত হয়েছে।
নিনোং জানান, ইতিমধ্যেই ইউনান প্রদেশে আরেকটি ৬০০-কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করা শুরু করেছে চিন। এই ইস্যুতে তিনি সংসদের ৩৭৭ ধারা অনুযায়ী প্রশ্ন পেশ করেছেন। কিন্তু, সংসদের অধিবেশন বর্তমানে বন্ধ। এই পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে আর্জি জানান নিনোং।
এর আগে, অরুণাচল প্রদেশের উজান সিয়ান জেলায় সিয়াংয়ের ওপর একটি বহুমুখী নদী উপত্যকা নির্মাণ করার সুপারিশ করেছিল নীতি আয়োগ। কিন্তু, স্থানীয় কৃষকরা সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু জানান, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্যই এই প্রকল্পের বিরোধিতা করা হচ্ছে। মানুষের মনের ভীতি দূরে করতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।