নোট বাতিলের সমালোচনায় রাহুলের মুখে চিনের প্রশংসা

নয়াদিল্লি: কেন্দ্রের নোট বাতিলের সমালোচনা করতে গিয়ে চিনের ভূয়সী প্রশংসা করলেন রাহুল গাঁধী। তাঁর মতে, বিশ্বের উৎপাদনের একটা বড় অংশ এখন চিনের দখলে। যদিও তাঁর মতে, ভারতের উচিত নয় চিনা মডেলকে অনুকরণ করা।
নোট বাতিলের বর্ষ পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস সহ -সভাপতি জানান, ব্লু-কলার চাকরির ওপর চিনের একাধিপত্য অন্যান্য দেশের কাছে মৌলিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে, সেই সব দেশে প্রচুর জনতা ক্ষিপ্ত হয়ে রয়েছে।
এপ্রসঙ্গে চিনা কমিউনিস্ট পরাক্রমী নেতা ডেং শিয়াওপিংকে উদ্ধৃত করে রাহুল বলেন, যতক্ষণ বিড়াল ইঁদুর ধরতে পারছে, ততক্ষণ বিড়ালের গায়ের রং নিয়ে কোনও মাথাব্যথা থাকে না। রাহুলের মতে, আজ চিনা বেড়াল বিশ্বের উৎপাদন ইঁদুরকে একেবারে শক্ত করে ধরে ফেলেছে।
তিনি জানান, ১৯৯০ সালে বিশ্বের মোট উৎপাদিত পণ্যের মাত্র ৩ শতাংশ দিত চিন। আজ তা বেড়ে হয়েছে ২৫ শতাংশ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, চিন কীভাবে বিশ্বের উৎপাদনের একটা বড় অংশকে নিজেদের দখলে করেছে। তিনি যোগ করেন, চিনে গড়ে প্রতিদিন ৫০ হাজার কর্মসংস্থান হয়। সেখানে ভারতে হয় মাত্র ৫০০।
যদিও, কংগ্রেস সহ-সভাপতির মতে, এর মূল্য চোকাতে হয় সেদেশের বাসিন্দাদের। চিনের মানুষ মুক্তভাবে কথা বলতে পারেন না, বিক্ষোভ দেখাতে পারেন না, সরকারকে প্রশ্ন করতে পারেন না। যাঁরা করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তি অপেক্ষা করে থাকে। আর সেই বিচার দ্রুত হয়। তাই ভারতের উচিত নয় চিনা মডেলকে অনুকরণ করা।






















