এক্সপ্লোর
ছাত্র সংঘর্ষে অগ্নিগর্ভ আলিগড় বিশ্ববিদ্যালয়, মৃত ১
![ছাত্র সংঘর্ষে অগ্নিগর্ভ আলিগড় বিশ্ববিদ্যালয়, মৃত ১ Clash Between Two Student Groups In Amu One Killed Proctor Office Set On Fire ছাত্র সংঘর্ষে অগ্নিগর্ভ আলিগড় বিশ্ববিদ্যালয়, মৃত ১](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/24103055/r-sbx-aligarh-amu-fire-vo-2404-rks.00_03_13_19.Still007-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আলিগড়: ছাত্রদের দুটি গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বর। মৃত ১। গতকাল গভীর রাতে ওই দুটি গোষ্ঠী একে অপরের ওপর হামলা চালায়। প্রোক্টরের অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। ভিসি লজের সামনে বেশ কয়েকটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মৌলানা আজাদ গ্রন্থাগারে দুটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে তর্কবিতর্ক ও ছোটখাটো বাদবিসম্বাদের জেরেই গতরাতে সংঘর্ষ বাধে বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালাতে হয় পুলিশকে। কিন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। রাত দুটো পর্যন্ত সংঘর্ষ চলে। গুলিতে দুই পড়ুয়া জখম হয়েছেন। ডেপুটি প্রোক্টর মাসুদ জানিয়েছেন, সংঘর্ষের সঠিক কারণ এখনও জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্রের খবর, সম্ভল, আজমগড় এবং গাজিপুর থেকে আগত পড়ুয়ারা এই সংঘর্ষে জড়িত।
সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ের বি-টেক প্রবেশিকা পরীক্ষা ঘিরে সংশয় দানা বাঁধে। যদিও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক রাহত আবরার জানিয়েছেন, নির্ধারিত সূচী মেনেই পরীক্ষা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)