এক্সপ্লোর
Advertisement
ভোটমুখী গুজরাতে ‘সাম্প্রদায়িক ভিডিও’, পুলিশকে তদন্তের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের
আহমেদাবাদ: ভোটমুখী গুজরাতে মুসলিমদের প্রতি একটি বিদ্বেষপূর্ণ ভিডিও ক্লিপ ঘিরে শোরগোল। ভোটে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোই ওই ভিডিওর লক্ষ্য বলে অভিযোগ। ওই ভিডিও নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশকে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)।
সিইও বিবি সয়েইন জানিয়েছেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানতে পেরেছেন তাঁরা। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সয়েইন জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে সতর্ক থাকা এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য জেলাগুলির নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
১.১৫ মিনিটের ভিডিওটিতে এক তরুণীকে ত্রস্তভাবে একটি নির্জন জায়গা পেরিয়ে বাড়ির দিকে হেঁটে আসতে দেখা যাচ্ছে। ভিডিও ক্লিপটির শেষে পর্দায় ফুটে ওঠে একটা বাক্য- ‘আমাদের ভোট, আমাদের নিরাপত্তা’।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তবে এই ভিডিও তৈরি ও প্রচারের দায়িত্ব কেউ স্বীকার করেনি।
এক আইনজীবী ওই ভিডিওটি নিষিদ্ধ করা এবং এটি যারা তৈরি ও প্রচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সিইও এবং আহমেদাবাদ পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement