এক্সপ্লোর
Advertisement
ধিংড়া কমিশনের রিপোর্ট ফাঁস, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব কংগ্রেস
হায়দরাবাদ: বিচারপতি এস এন ধিংড়ার রিপোর্ট ফাঁস হওয়া নিয়ে তরজায় জড়াল কংগ্রেস ও বিজেপি। এই রিপোর্টে সভানেত্রী সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরার বিরুদ্ধে ২০০৮ জমি কেনা-বেচার মাধ্যমে বেআইনিভাবে আর্থিক লাভ করার অভিযোগ আনা হয়েছে। কংগ্রেসের দাবি, কেন্দ্র ও হরিয়ানার বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশে বঢরাকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই রিপোর্টের নির্বাচিত অংশ ফাঁস করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার অবশ্য কংগ্রেসের এই অভিযোগ খারিজ করেছেন।
কংগ্রেস সরকারের আমলে গুড়গাঁওয়ের চারটি গ্রামে কলোনি, আবাসন এবং বাণিজ্যকেন্দ্র গড়ে তোলার জন্য লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগেরই তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় বিচারপতি ধিংড়াকে। অভিযুক্ত সংস্থাগুলির মধ্যে বঢরার স্কাইলাইট হসপিটালিটি সংস্থাও আছে। গত বছরের ৩১ অগাস্ট ১৮২ পাতার রিপোর্ট জমা দেয় ধিংড়া কমিশন। সেই রিপোর্টই ফাঁস হয়ে গিয়েছে।
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, ‘বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী। সেই কারণে ইচ্ছাকৃতভাবে রিপোর্ট ফাঁস করা এই সরকারের পুরনো অভ্যাস। কাউকে আক্রমণ করার জন্য অন্ধভাবে রিপোর্টের একাংশ ফাঁস করে বিজেপি সরকার।’
কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করে বেঙ্কাইয়া বলেছেন, ‘রিপোর্ট ফাঁস করা আমাদের স্বভাব নয়। কংগ্রেস হয়তো নিজেদের পুরনো অভ্যাসের কথা বলছে। আমাদের সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে। আমরা আইনি বিষয়ে নাক গলাই না। কোনও ব্যক্তিবিশেষকে আমরা আক্রমণ করি না। ধিংড়া কমিশনের রিপোর্টের বিষয়ে আমার কিছু জানা নেই।’ খট্টার বলেছেন, এ বিষয়ে হাইকোর্টের পদক্ষেপ করা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement