এক্সপ্লোর
পিএনবি জালিয়াতি: কংগ্রেসই দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করেছে, অভিযোগ জাভরেকরের
![পিএনবি জালিয়াতি: কংগ্রেসই দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করেছে, অভিযোগ জাভরেকরের Congress attack on govt over PNB scam will boomerang: Javadekar পিএনবি জালিয়াতি: কংগ্রেসই দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করেছে, অভিযোগ জাভরেকরের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/10164934/n-PRAKASH-JAVADEKAR-628x314-580x314.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ক্ষমতায় থাকার সময় কংগ্রেস দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরের। তিনি দাবি করেন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) জালিয়াতি ইস্যুতে কংগ্রেস বর্তমান সরকারকে তোপ দাগলেও তা ব্যুমেরাং হয়ে ওদের দিকেই ফিরে আসবে।
কংগ্রেসের অভিযোগ, ২০১৭ সালে নরেন্দ্র মোদীর জমানাতেই এই কেলেঙ্কারি হয়েছে। নীরব মোদী ও তাঁর আত্মীয় তথা ব্যবসার পার্টনার মেহুল চোকসির কোম্পানির পক্ষে পিএনবি লেটার্স অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় তখন।
পাল্টা জাভরেকরের দাবি, কংগ্রেস কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ তোলার সুযোগ না পেয়ে হতাশায় ভুগছে। ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে ওদের সরব হওয়া মানায় না। কেননা এই জালিয়াতির সূচনা হয় ২০১১-য় ইউপিএ-র নাকের ডগায়। এই জালিয়াতিই প্রমাণ করে, ইউপিএ ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
ব্যাঙ্কিং ব্যবস্থাকে সাফ করতে এনডিএ সরকার উদ্যোগ নেওয়ার ফলেই কোটি কোটি টাকার জালিয়াতি ধরা পড়ে বলে দাবি করেন তিনি। সরকার কড়া নজরদারিতে খোলাখুলি ব্যাঙ্কগুলিকে মূলধন জোগান দিচ্ছে বলেও জানান জাভরেকর। বলেন, ইউপিএ সরকারের ঢিলেঢালা মনোভাবের ফলেই টুজি, কমনওয়েলথ গেমস ও কয়লা কেলেঙ্কারি হয়েছিল এবং সরকারের সিদ্ধান্ত খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে।
তিনি এও দাবি করেন, ব্যবসায়ী চোকসিকে অতিরিক্ত ঋণ পুনর্গঠনে এলাহাবাদ ব্যাঙ্কের অনুমোদনের বিরোধিতা করেছিলেন তাদেরই অন্যতম ডিরেক্টর দীনেশ দুবে। কিন্তু সে সময়কার সরকার তাঁকে চাপ দিয়ে ইস্তফা দেওয়ায়। যাঁরা দুর্নীতির ব্যাপারে হুঁশিয়ার করে দিতেন, তাঁদের নয়, কেলেঙ্কারির নায়কদেরই বাঁচিয়েছে ইউপিএ সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)