এক্সপ্লোর
এবার দেশের আইন, সংবিধান মেনে ব্যবস্থা নিন মোদী, ইস্তফা দিন উমা, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর পদত্যাগ চাইল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংস মামলায় লখনউয়ের বিশেষ সিবিআই আদালত উমার বিরুদ্ধে আজ ফৌজদারি ষড়যন্ত্রের চার্জ গঠনের পরই কংগ্রেস বলেছে, এবার দেশের আইন, সংবিধান মেনে পদক্ষেপ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযুক্তদের অন্যতম উমা ভারতী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়ার পর তাঁর উচিত অবশ্যই ইস্তফা দেওয়া। প্রধানমন্ত্রীরই উচিত উদ্যোগী হয়ে আইন, সংবিধানকে ঊর্ধ্বে তুলে ধরা। বাবরি কাঠামো ধুলোয় মিশে যাওয়ার ২৫ বছর পর এবার ন্যায় প্রতিষ্ঠিত হবে, দেশের আইন মেনে দোষী, অপরাধীদের সাজা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন এআইসিসি-র জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেন, এই মামলায় দৈনিক ভিত্তিতে শুনানি করতে হবে বলে ২০১১-র ৮ ডিসেম্বর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু ২০১৩-র পর থেকে ১৮৫ বার মামলায় শুনানি মুলতুবি হয়েছে। দ্রুত ন্যায়বিচার দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। সুরজেওয়ালা বলেন, যারা দোষী, দেশের আইন মেনে কোনও ভয়-ভীতি বা পক্ষপাতিত্ব ছাড়াই তাদের সাজা হওয়া উচিত। প্রসঙ্গত, লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী, উমা ভারতী ও আরও অনেকের বিরুদ্ধে বাবরি ভাঙা মামলায় ভারতীয় দণ্ডবিধির ১২০-বি ধারায় ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবারই চার্জ গঠন করেছে বিশেষ সিবিআই আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















