এক্সপ্লোর
ভোটের আগে সঙ্কট উত্তরপ্রদেশ কংগ্রেসে, বিজেপিতে যোগ দিতে পারেন দলীয় নেত্রী রীতা বহুগুণা

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে ভোট সামনেই। প্রচারে নেমে পড়েছেন রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা ভঢরাও নামব নামব করছেন। এই সময় গোবলয়ের এই সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যে বড় ধাক্কা খেল কংগ্রেস। বর্ষীয়াণ নেতা রীতা বহুগুণা জোশী দল ছাড়তে চলেছেন। শোনা যাচ্ছে, তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে। লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্রের বিধায়ক রীতা বহুগুণা দীর্ঘদিন উত্তরপ্রদেশে দলের সভানেত্রী থেকেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমবতীনন্দন বহুগুণার মেয়ে রীতা রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ। এর আগে মে মাসেও শোনা গিয়েছিল, রীতা বহুগুণা সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন। লখনউয়ে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখাও করেন তিনি। ফলে কংগ্রেসের অভ্যন্তরে শোনা যাচ্ছিল, তিনি দল ছাড়তে চলেছেন। যদিও লিখিতভাবে তখন তিনি জানিয়ে দেন, তাঁর দল ছাড়ার উদ্দেশ্য নেই। তবে প্রাক্তন কংগ্রেস কার্যকরী কমিটি সদস্য ও এক সময়ে কেন্দ্রে মন্ত্রী থাকা বেণীপ্রসাদ ভার্মা মে মাসেই যোগ দেন সমাজবাদী পার্টিতে। এসপি-র হয়ে রাজ্যসভাতেও চলে গিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















