এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে, কাশ্মীর নিয়ে চিদম্বরমের মন্তব্যের নিন্দা করে মোদী
বেঙ্গালুরু: কাশ্মীরের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে পি চিদম্বরমের মন্তব্যের নিন্দা করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস-শাসিত কর্ণাটকের বেঙ্গালুরুতে এক জনসভায় তিনি বলেছেন, ‘গতকাল কাশ্মীর নিয়ে এক কংগ্রেস নেতার বক্তব্যের মাধ্যমে সার্জিক্যাল স্ট্রাইক ও সেনাবাহিনীর সাহসিকতার প্রতি তাঁদের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে। যারা কাশ্মীরের স্বাধীনতার কথা বলে, তাঁদের সুরেই কেন কথা বলছেন কংগ্রেস নেতারা? এটা আমাদের বীর সেনা জওয়ানদের অপমান।’
চিদম্বরমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন ও শহিদ জওয়ানদের অপমান করে অপমান করার মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ করেছেন মোদী। তিনি বলেছেন, ‘কংগ্রেস নির্লজ্জভাবে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় কথা বলছে। পাকিস্তান একই সুরে কথা বলে। যারা আমাদের সেনা জওয়ানদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি করে, তারা কি কোনওদিন দেশের কল্যাণে অবদান রাখতে পারে?’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘কংগ্রেসকে এখন থেকে এই মন্তব্যের জবাবদিহি করতে হবে। আমরা নিজেরা যেমন কোনওদিন দেশের ঐক্য ও অখণ্ডতার সঙ্গে আপস করব না, তেমনই কাউকে করতেও দেব না।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement