এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপতি পদে শিবসেনার পছন্দ স্বামীনাথনকে সমর্থন করতে পারে কংগ্রেস
নয়াদিল্লি: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ গতকালই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করেছে। কংগ্রেস সহ বিরোধী দলগুলির বেশিরভাগই কোবিন্দকে সহমতের প্রার্থী বলে মানতে নারাজ। এই অবস্থায় রাষ্ট্রপতি পদের নির্বাচনে কোবিন্দের বিরুদ্ধে প্রার্থী হিসেবে বিরোধীদের প্রথম পছন্দ হতে পারেন প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন। এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, এনডিএ শরিক শিবসেনা আগেই স্বামীনাথনের নাম প্রস্তাব করেছে। যদিও প্রাথমিকভাবে তারা আরএসএস প্রধান মোহন ভাগবতের নাম তুলেছিল।
শিবসেনার পছন্দের প্রার্থীকে সমর্থন করে লড়াইটা বিজেপি শিবিরে পৌঁছে দেওয়ার কৌশল কংগ্রেস নিয়েছে বলে মনে করা হচ্ছে। শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্ক ২০১৪-র লোকসভা ভোটের সময় থেকেই আদায়-কাঁচকলায়।
উল্লেখ্য, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে, ড. বিআর আম্বেডকরের নাতি তথা ভারিপা বহুজন মহাসংঘ নেতা প্রকাশ যশবন্ত এবং অবসরপ্রাপ্ত আমলা তথা মহাত্মা গাঁধীর বংশধর গোপাল কৃষ্ণ গাঁধীর নামও বিরোধীদের বিবেচনায় রয়েছে।
সূত্রের খবর, দুটি গুরুত্বপূর্ণ দল শিন্ডেকে প্রার্থী করার হয়ে সওয়াল করছে। কারণ, শিন্ডে মহারাষ্ট্রর নেতা এবং মহারাষ্ট্রের দল শিবসেনা এখনও তাদের অবস্থান ঘোষণা করেনি।
ওই দুই দলের বক্তব্য, রাষ্ট্রপতি নির্বাচনে শিবসেনাকে বিরোধী শিবিরে রাখার কৌশল অবলম্বন করতে হবে। আম্বেডকরের নাতিও মহারাষ্ট্রর বাসিন্দা। তাই তাঁর নামও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement