এক্সপ্লোর
Advertisement
কমলনাথের দিকে রিভলবার তাক করায় সাসপেন্ড ছত্তিশগড়ের পুলিশ কনস্টেবল, তদন্তের নির্দেশ
ছিন্দওয়ারা (মধ্যপ্রদেশ): কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় কমলনাথের দিকে বন্দুক তাক করার অভিযোগে সাসপেন্ড মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল। কংগ্রেসের প্রথম সারির এই নেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। শুক্রবার নিজের কেন্দ্রের কয়েকটি জনসভায় তাঁর কর্মসূচি সেরে দিল্লি যাওয়ার চার্টার্ড বিমান ধরতে চপারে ছিন্দওয়ারার এয়ারস্ট্রিপে আসেন ৯ বারের এমপি। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীরা গাড়িতে উঠছিলেন। সাংসদ ততক্ষণে বিমান উঠে পড়েন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নীরজ সোনি জানান, আচমকা রত্নেশ পাওয়ার নামে এক কনস্টেবল তাঁর দিকে নিজের সার্ভিস রিভলবার তাক করে ধরেন। সঙ্গে সঙ্গে কমলনাথের নিরাপত্তারক্ষীরা তাঁকে জাপটে ধরে কাবু করে ফেলেন। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
একটি সূত্রের খবর, কমলনাথের চার্টার্ড বিমানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চার পুলিশকর্মী। তাঁদেরই একজন রত্নেশ। তাঁকে সাসপেন্ড করার পাশাপাশি ঘটনার তদন্ত করতে বলা হয়েছে বলে জানান ছিন্দওয়ারার ডিআইজি জি কে পাঠক। পুলিশ রত্নেশের মানসিক স্বাস্থ্য খতিয়ে দেখছে। তাঁকে শনিবারই মেডিকেল বোর্ডে হাজির করা হবে। সূত্রের খবর, রত্নেশ তদন্তকারীদের জানিয়েছেন, তিনি রাইফেলটি এক কাঁধ থেকে আরেক কাঁধে সরাচ্ছিলেন।
বিষয়টিকে হাল্কা করে দেখতে নারাজ কংগ্রেস। দলের প্রথম সারির নেতার নিরাপত্তায় এ ধরনের 'গাফিলতি'র উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে ছিন্দওয়ারা প্রশাসনকে স্মারকলিপি দেবে তারা। কংগ্রেসের রাজ্যসভা সাংসদ বিবেক তাংখা ট্যুইট করেছেন, এ কি ঘৃণার রাজনীতি? কঠোরতম ভাষায় এর নিন্দা করা উচিত। ছত্তিশগড়ের বিরোধী নেতা অজয় সিংহের দাবি, শুধু সাসপেনশন যথেষ্ট নয়। এর উচ্চ পর্যায়ের তদন্ত চাই।
A Police man loads his rifle to fire at Kamal Nath ji in Chhindwara airstrip. Is this politics of hatred. Should be condemned in strongest terms.
— Vivek Tankha (@VTankha) December 15, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
খবর
ক্রিকেট
Advertisement