এক্সপ্লোর
হায়দরাবাদে বিয়ের নামে নাবালিকাদের উপসাগরীয় দেশে বেচে দেওয়ার চক্র ফাঁস, গ্রেফতার ৩ কাজি সহ ২০

হায়দরাবাদ: ফের 'কন্ট্র্যাক্ট ম্যারেজ' বা 'চুক্তি বিয়ে'র চক্র ভেঙে দিল হায়দরাবাদ পুলিশ। বেশ কিছুদিন ধরেই এখানে স্থানীয় মহিলা, নাবালিকাদের মধ্য প্রাচ্য, উপসাগরীয় দুনিয়ার দেশগুলির পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়ার একাধিক চক্র চলছে রমরম করে। জাল নথির ভিত্তিতে বিয়ের নামে প্রচুর অর্থের বিনিময়ে মেয়েদের বেচে দেয় ওইসব চক্র। হায়দারাবাদ পুলিশের শীর্ষ সূত্রের খবর, পুলিশ গতকাল আট বিদেশি সহ ২০ জনকে চক্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। তিন কাজি, চারজন লজমালিক, ৫ দালাল, এজেন্টকেও এ ধরনের জাল বিয়ের প্রক্রিয়া চালানোর ব্যাপারে গ্রেফতার করা হয়েছে। জনৈক শীর্ষ পুলিশকর্তা বলেন, আমরা কন্ট্র্যাক্ট ম্যারেজ অর্থাত স্বল্পমেয়াদি বিয়ের চক্র ফাঁস করেছি। আরব, ওমান, কাতারের ৮ শেখের স্থানীয় মেয়েদের বিয়ে করার চেষ্টা ভেস্তে দেওয়া হয়েছে। দুটি নাবালিকা উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কন্ট্র্যাক্ট বিয়ের মাধ্যমে অন্তত ২০টি মেয়ে, নাবালিকাকে পাচার করার ছক কষা হয়েছিল। এমন চক্রের কাজ হল, গরিব ঘরের মেয়েদের অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের ফাঁদে জড়িয়ে নিয়ে কাজির মধ্যস্থতায় বিদেশিদের কাছে বেচে দেওয়া। বিয়ের সময় পাত্রীকে দিয়ে 'তালাক' লেখা সাদা বন্ড কাগজে সই করিয়ে নেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















