এক্সপ্লোর
Advertisement
ফের বিতর্কে তাজমহল, যোগী আদিত্যনাথ সরকার তাজ মহোৎসব শুরু করবে রাম নাটিকা দিয়ে
লখনউ: এ বছর তাজ মহোৎসব শুরু হতে চলেছে রামচন্দ্রের ওপর একটি নাটক দিয়ে। সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।
উৎসব শুরু হবে ১৮ তারিখ, চলবে ২৭ তারিখ পর্যন্ত। রাজ্যপাল রাম নায়েক ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন।
১০ দিনের তাজ মহোৎসব শুরু হবে শ্রী রাম লীলা দিয়ে, যা এই উৎসবের ইতিহাসে নজিরবিহীন। এতদিন এর থিম হত মোগল আমলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রান্নাবান্না। এবার থিম পুরোপুরি বদলে যাওয়ায় বিরোধীরা অভিযোগ করেছে, যোগী সরকার তাজ মহোৎসবের গৈরিকীকরণের চেষ্টা করছে।
সমাজবাদী পার্টি প্রশ্ন করেছে, অযোধ্যায় রাম লীলা হওয়া বিচিত্র নয় কিন্তু তাজ মহোৎসব তা দিয়ে শুরু হওয়ার কারণ কী। বিজেপি নেতারা এই সৌধ ও এর প্রতিষ্ঠাতা বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই বহু বিষোদগার করেছেন। তাঁদের কার্যকলাপে বিশ্বের সামনে এই তাজমহলকে খারাপভাবে তুলে ধরা হবে।
রাজ্যের পর্যটন দফতরের অবশ্য বক্তব্য, প্রতিবারের মত এবারও আগ্রার মানুষ ও তাজ মহোৎসব কমিটিই উৎসবের থিম ঠিক করেছে, এতে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই।
তাদের দাবি, এবার দেড়শর মত এন্ট্রি জমা পড়েছিল অনুষ্ঠানের থিম হওয়ার জন্য, তার মধ্যে নির্বাচিত হয় ধারোহার বা ঐতিহ্য থিম। এই থিমের ওপরেই তৈরি হয়েছে উৎসবের যাবতীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি। মানুষের দাবি মেনে দেশের ঐতিহ্যকে তুলে ধরতেই রামচন্দ্রের ওপর নাটক দিয়ে শুরু হচ্ছে তাজ মহোৎসব। মোগল আমলের ইতিহাস বিচ্যুতি ঘটানোর কোনও চেষ্টাই হচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement