করোনায় ভয়! কাপড় দিয়ে মুখ ঢাকছে বানর, দেখুন ভিডিও
বানরের কাপড় দিয়ে মুখ ঢাকার ভিডিও দেখে নেট দুনিয়ায় ফের শোরগোল। সম্প্রতি ট্যুইটার হ্যান্ডেলে বানরের পুরনো ভিডিওটি পোস্ট করেন ভারতীয় ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ। সেই ভিডিও দেখে নেটিজেনদের একাধিক মন্তব্যে হাসির রোল।
নয়াদিল্লি: এক বছর পুরনো ভিডিও-ই আবার ভাইরাল। বানরের কাপড় দিয়ে মুখ ঢাকার ভিডিও দেখে নেট দুনিয়ায় ফের শোরগোল। সম্প্রতি ট্যুইটার হ্যান্ডেলে বানরের পুরনো ভিডিওটি পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ। সেই ভিডিও দেখে নেটিজেনদের একাধিক মন্তব্যে হাসির রোল।
After seeing head scarfs being used as face mask???????? pic.twitter.com/86YkiV0UHc
— Susanta Nanda IFS (@susantananda3) July 7, 2020
একজন লিখেছেন, বানরটি একেবারে মিঠুন চক্রবর্তীর স্টাইলে মুখে কাপড় জড়িয়ে নিল। অন্য আরেক জন লিখেছেন, “পুলিশ যেভাবে মাস্ক নিয়ে কড়াকড়ি শুরু করেছে, তারপর আইন বানরটি আইন মেনে চলার চেষ্টা করছে।” এক টুকরো কাপড়কে মাস্ক করে পরার কায়দা দেখে একজন আবার বানরকে মানুষের সঙ্গে তুলনা করে বসেছেন।
প্রসঙ্গত, করোনা আবহে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। পথেঘাটে মাস্ক ছাড়া দেখলেই কড়া ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে প্রশাসনকেও। এরপরও কোথাও কোথাও ধরে পড়ছে উদাসীনতার ছবিও। বিশেষ করে বাজারহাটে মাস্ক না পরার ছবি বেশ আতঙ্কের!