এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশের রাজ্যপালের পড়ুয়াদের মাধ্যমে করোনা-সচেতনতা প্রসারের উদ্যোগে সাফল্য
সাফল্য পেল যুবসম্প্রদায়ের মাধ্যমে মধ্যপ্রদেশে করোনভাইরাস সম্পর্কে রাজ্যপাল লালজি ট্যান্ডনের সচেতনতা প্রসারের উদ্যোগ। এমনই জানানো হয়েছে রাজভবনেপ পক্ষ থেকে। লকডাউন চলাকালে ছাত্রছাত্রীদের দ্বারা ইমেল, হোয়াটস্যাপ ও এসএমএসের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল, সম্প্রদায় ও ব্যক্তি সহ জনগনের একটা বিপুল অংশের কাছে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া গিয়েছে।
ভোপাল: সাফল্য পেল যুবসম্প্রদায়ের মাধ্যমে মধ্যপ্রদেশে করোনভাইরাস সম্পর্কে রাজ্যপাল লালজি ট্যান্ডনের সচেতনতা প্রসারের উদ্যোগ। এমনই জানানো হয়েছে রাজভবনেপ পক্ষ থেকে। লকডাউন চলাকালে ছাত্রছাত্রীদের দ্বারা ইমেল, হোয়াটস্যাপ ও এসএমএসের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল, সম্প্রদায় ও ব্যক্তি সহ জনগনের একটা বিপুল অংশের কাছে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া গিয়েছে।
রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির দ্বারা পড়ুয়া ও কৃষকদের ১ কোটি ৩৪ লক্ষ ৫৭ হাজার ৬৭২ টি সচেতনতামূলক বার্তা পাঠানো হয়েছে। রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে লকডাউন চলাকালে ২৩ লক্ষ ১৬ হাজার ১৭৯ ছাত্র-ছাত্রীকে ইমেল,এসএমএস, হোয়াটস্যাপের মাধ্যমে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সংক্রান্ত সতর্কতামূলক ৭০ লক্ষ ৫২ হাজার ৭৬১ বার্তা পাঠানো হয়েছে।
রাজ্যের কৃষকদের ৬৪ লক্ষ ৯৬ হাজার ৬৬৩ বার্তা এবং ৫ লক্ষ ৫৬ হাজার ৯৮ ইমেলের মাধ্যমে করোনাসংক্রান্ত সচেতনতামূলক বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও কৃষি ও পশু চিকিত্সা বিশ্ববিদ্যালয় সহ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কৃষকদের ৬৪ লক্ষেরও বেশি বার্তা পাঠানো হয়েছে।
রাজ্যপালের সচিব মনোহর দুবে জানিয়েছেন, পড়ুয়াদের মাধ্যমে তাঁদের পরিবার ও আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে বার্তা প্রসারিত হওয়ায় জনসংখ্যার একটি বড় অংশকে করোনা সম্পর্কে সচেতন করা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement