International Flights Ban: ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমানযাত্রায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ডিজিসিএ-র
কেন্দ্র সরকারের বিশেষ "এয়ার বাবল" ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা বিদেশযাত্রা করতে পারেন...
![International Flights Ban: ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমানযাত্রায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ডিজিসিএ-র Covid-19 impact: DGCA etends International flights ban till Dec 31 International Flights Ban: ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমানযাত্রায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ডিজিসিএ-র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/18231956/flight.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কোভিড-১৯ অতিমারীর জেরে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানযাত্রায় নিষেধাজ্ঞার সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। বৃহস্পতিবার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে দেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। তবে, এই নিষেধাজ্ঞা অবশ্য ডিজিসিএ অনুমোদিত আকাশপথে আন্তর্জাতিক পণ্য পরিষেবার ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
ডিজিসিএ আরও জানিয়েছে, ক্ষেত্রবিশেষে অনুমোদিত সংস্থা দ্বারা নির্দিষ্ট রুটে বিমান পরিষেবাকেও অনুমতি দেওয়া হবে। এর আগে, ৩১ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল ডিজিসিএ। এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হল।
— DGCA (@DGCAIndia) November 26, 2020
গত ২৩ মার্চ দেশব্যাপী লকডাউন কার্যকর হওয়া ইস্তক আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করে। দুমাস বন্ধ থাকার পর ২৫ মে থেকে "বন্দেভারত মিশন"-এর অন্তর্গত আন্তঃদেশীয় বিমান পরিষেবা চালু হলেও, আন্তর্জাতিক বিমানযাত্রা বাণিজ্যিকভাবে আজও চালু হয়নি।
তবে, কেন্দ্র সরকারের বিশেষ "এয়ার বাবল" ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা বিদেশযাত্রা করতে পারেন। এর আগে, কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, আন্তঃদেশীয় পরিষেবায় যাত্রী সংখ্যা ৫০-৬০ শতাংশ হলে এবং গন্তব্য দেশ যদি আন্তর্জাতিক যাত্রীদের জন্য দরজা খোলে, তবেই এখানে বিদেশযাত্রায় অনুমতি মিলবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)