এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রায়ত্ত্ব অধিগৃহীত সংস্থাগুলির বেসরকারিকরণের বিরুদ্ধে সংসদে গাঁধীমূর্তির সামনে বিক্ষোভ সিপিএমের
কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহেই চারটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থায় সরকারের শেয়ার বেচার সিদ্ধান্তে ছাড়পত্র দিয়ে সেগুলির বেসরকারিকরণের রাস্তায় পা রেখেছে। সংস্থাগুলি হল, শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া, কন্টেনার কর্পোরেশন অব ইন্ডিয়া, তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড ও নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন।
নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত্ব অধিগৃহীত সংস্থাগুলির বেসরকারিকরণের উদ্যোগের বিরোধিতা করে বৃহস্পতিবার রাজধানীতে সংসদ চত্বরে মহাত্মা গাঁধীর মূর্তির পাদদেশে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি পালন বামেদের। ‘পিএসইউ বাঁচাও’ স্লোগান লেখা পোস্টার তুলে ধরে এই বিক্ষোভে সামিল হন সিপিএম এমপিরা।
কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহেই চারটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থায় সরকারের শেয়ার বেচার সিদ্ধান্তে ছাড়পত্র দিয়ে সেগুলির বেসরকারিকরণের রাস্তায় পা রেখেছে। সংস্থাগুলি হল, শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া, কন্টেনার কর্পোরেশন অব ইন্ডিয়া, তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড ও নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। এছাড়াও পাঁচটি রাষ্ট্রায়ত্ত্ব অধিগৃহীত সংস্থার পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এর প্রতিবাদেই সরব বিরোধীরা, বিশেষত বামপন্থীরা। সংসদে সরকারি পদক্ষেপের বিরোধিতা করছে তারা।
প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ১৮ নভেম্বর, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বর্তমান অধিবেশন রাজ্যসভার ২৫০তম অধিবেশনও।
পাশাপাশি বিএসএনএলের কন্ট্র্যাক্ট শ্রমিকরা গত ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তুলে রাজ্যসভায় রুল ২৬৭র আওতায় সভার কাজকর্ম স্থগিত রাখার দাবি জানান সিপিএম সাংসদ কে কে রাগেশ। কেন্দ্রীয় সরকার ৮০ শতাংশ নিয়মিত কর্মী, ৫০ শতাংশ কন্ট্র্যাক্টের আওতাভুক্ত কর্মী হ্রাস করেছে বলেও দাবি করেন তিনি।CPM MP KK Ragesh has given suspension of Business in Rajya Sabha under rule 267 over "BSNL contract labourers not getting salaries for the last 10 months and reduction of 80% regular workers and 50% of contract workers of BSNL by Central Government."
— ANI (@ANI) November 28, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement