এক্সপ্লোর
Advertisement
ক্রিমিনালদের জেলে পোরা হবে নয়তো মারা হবে এনকাউন্টারে, বললেন আদিত্যনাথ
গাজিয়াবাদ: বিজেপি ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। অপরাধীদের হয় জেলে পোরা হবে, না হলে খতম করা হবে এনকাউন্টারে। বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গাজিয়াবাদে আসন্ন পুরভোটের প্রচারে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মার্চ মাসের আগে পর্যন্ত যুবসমাজ ও শিল্পপতিরা রাজ্য ছেড়ে পালাচ্ছিলেন কারণ অপরাধের বাড়বাড়ন্ত ও বিশৃঙ্খলায় হাঁফিয়ে উঠেছিলেন তাঁরা। কিন্তু এখন রাজ্যে আইনশৃঙ্খলা ফিরেছে, আসছে বিনিয়োগ।
যোগী বলেছেন, ক্ষমতায় আসার পর তাঁর প্রথম চ্যালেঞ্জ ছিল রাজ্যে আইনের শাসন ফেরানো। তাঁর কথায়, অপরাধীদের জীবন অতিষ্ঠ করে তুলবে তাঁর সরকার। তাদের জন্য রাস্তা মাত্র দুটো। এক, জেলে থাকা। দুই, পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম হওয়া।
বেআইনি কসাইখানা বন্ধ করা তাঁর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত, গতকালই মীরাটে বজরং দলের কয়েকশো সদস্য স্থানীয় এক পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। অভিযোগ, তাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে মারধর করেছে পুলিশ। গত সপ্তাহেই গৌতম বুদ্ধ নগরে বাইকে করে দুষ্কৃতীরা এসে খুন করেছে এক বিজেপি নেতা ও তাঁর ২ সহকর্মীকে। সে সময় রাস্তা দিয়ে হাঁটা এক ছাত্রেরও প্রাণ গিয়েছে এই হামলায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement