এক্সপ্লোর
কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত এক সিআরপিএফ অফিসার

শ্রীনগর: আজ ফের কাশ্মীরে জঙ্গি হামলা। সকাল সাড়ে ৯ টা নাগাদ শ্রীনগরের নহাট্টায় আধাসামরিক বাহিনীর জওয়ানদের উপর গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জামা মসজিদের সামনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এক সিআরপিএফ অফিসার। জখম ৯ জওয়ান। মৃত্যু হয়েছে দুই জঙ্গিরও। পুলিশের এক অফিসার জানিয়েছেন, মৃত ওই সেনা আধিকারিকের নাম ইসফাক আহমেদ ভাট। তাঁর মাথায় গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, কাশ্মীরের পাঁচটি থানায় জারি হয়েছে কার্ফু। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা উপত্যকাতেই ছিল কড়া নিরাপত্তা। নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট এবং মোবাইল সার্ভিস। তা সত্ত্বেও এড়ানো গেল না সন্ত্রাস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















