এক্সপ্লোর
Advertisement
ওয়ার্কিং কমিটির বৈঠকে ইস্তফার ইচ্ছে প্রকাশ, শেষপর্যন্ত কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর পদে থাকছেন সনিয়াই
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী থাকছেন সনিয়াই। দিনভর নাটকের পরেও সনিয়াতেই ভরসা কংগ্রেসের, খবর সূত্রের। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তিনি বৈঠকে ওয়ার্কিং কমিটিকে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতেও বলেছিলেন।
নয়াদিল্লি:কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী থাকছেন সনিয়াই। দিনভর নাটকের পরেও সনিয়াতেই ভরসা কংগ্রেসের, খবর সূত্রের। সূত্রের খবর, নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সনিয়াই সভানেত্রী থাকছেন। আগামী ছয় মাসের মধ্যে নতুন সভাপতি বাছাই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তিনি বৈঠকে ওয়ার্কিং কমিটিকে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতেও বলেছিলেন।
সূত্রের খবর, বৈঠকের শুরুতেই সনিয়া জানিয়েছিলেন যে, অন্তবর্তী সভানেত্রীর পদ ছাড়তে চান তিনি এবং সংগঠনের মহাসচিব কেসি বেণুগোপালকে এ ব্যাপারে বিস্তারিত জবাব পাঠিয়েছেন।
সূত্রের খবর, এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ আরও কিছু নেতা দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য তাঁকে অনুরোধ করেন। এর জবাবে সনিয়া পত্র লেখক গুলাম নবি আজাদ ও দলের অন্য কিছু নেতা ও তাঁদের উত্থাপিত প্রসঙ্গ উল্লেখ করেন।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী সনিয়াকে যে সব নেতা চিঠি দিয়েছিলেন, তাঁদের নিশানা করেন। তিনি বলেন, রাজস্থানে ও মধ্যপ্রদেশে যখন প্রতিপক্ষের সঙ্গে দল লড়ছে, ও সনিয়া অসুস্থ ছিলেন, তখন এই চিঠি কেন লেখা হল।
নেতৃত্ব সংক্রান্ত ইস্যুতে দলের অন্তর্কলহের পরিস্থিতি সামনে আসে। এরইমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ওয়ার্কিং কমিটির বৈঠকের একদিন আগে রবিবার কংগ্রেসের মধ্যে তীব্র টানাপোড়েন তৈরি হয় দলের কিছু নেতার লেখা চিঠি ঘিরে। ওই চিঠিতে সংগঠনের শীর্ষ স্তর থেকে তৃণমূল স্তরের সংগঠনে পরিবর্তনের দাবিতে সনিয়াকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের ২৩ শীর্ষ নেতা।
এই চিঠি প্রকাশ্যে আসার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গৈহলৌত, ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ দলের প্রবীণ ও তরুণ নেতারা সনিয়া ও রাহুলের নেতৃত্বেই আস্থা প্রদর্শন করেন। দলকে একযোগে লড়াইয়ের পথে গাঁধী পরিবারই রাখতে পারে বলে তাঁরা সওয়াল করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement