এক্সপ্লোর
Advertisement
নিখোঁজ প্রতিবন্ধী ছেলের সন্ধানে সাইকেলে ১,৫০০ কিমি পাড়ি বাবার
লখনউ: ৬ মাস আগে নিখোঁজ হয়ে গিয়েছে ১১ বছরের প্রতিবন্ধী ছেলে। পুলিশে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। তাই নিজেই সাইকেল নিয়ে ছেলের সন্ধান চালিয়ে যাচ্ছেন সতীশ চাঁদ নামে ওই ব্যক্তি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, দিল্লি ও হরিয়ানার বিভিন্ন জেলায় দেড় হাজার কিলোমিটার ঘুরে ফেলেছেন তিনি। যদিও খোঁজ মেলেনি ছেলের।
উত্তরপ্রদেশের হাথরাস জেলার কৃষক সতীশ জানিয়েছেন, এ বছরের ২৪ জুন তাঁর ছেলে গডনা স্কুলে যাওয়ার পথে নিরুদ্দেশ হয়ে যায়। বিকেলে সে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। পুলিশেও খবর দেওয়া হয়। কিন্তু থানা থেকে অপেক্ষা করতে বলা হয়। সতীশ অবশ্য পুলিশের অপেক্ষায় না থেকে ছেলের ছবি নিয়ে সাইকেলে চড়ে ঘুরতে শুরু করেন। বিভিন্ন জায়গায় তিনি ছেলের ছবি ও বর্ণনা দেওয়া পুস্তিকা বিলি করেছেন। তাঁর আশা, শীঘ্রই ছেলের সন্ধান পাওয়া যাবে।
আগ্রার শিশু অধিকার আন্দোলনকারী নরেশ পারস বলেছেন, সতীশের থেকে গোটা ঘটনা শুনে তিনি উত্তরপ্রদেশের ডিজিপি-কে জানিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ‘জনশুনবাই’ পোর্টাল চালু করেছেন, সেখানেও এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement