এক্সপ্লোর
Advertisement
ডোকালাম খুব গুরুতর ইস্যু নয়, বললেন দলাই, উল্লেখ হিন্দি-চিনি ভাইভাই স্লোগানের
নয়াদিল্লি: ডোকালাম খুব সিরিয়াস ইস্যু নয়। এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া আয়োজিত এক আলোচনাসভায় এমন অভিমত জানালেন ৮৩ বছর বয়সি তিব্বতী ধর্মগুরু দলাই লামা, নিজেকে যিনি উল্লেখ করেছেন ভারতের 'চেলা' বা শিষ্য বলে। ৫০-এর দশকের সেই বিখ্যাত 'হিন্দি চিনি ভাই ভাই' স্লোগানেরও উল্লেখ করেন তিনি।
ডোকালাম প্রসঙ্গে বলেন, খানিকটা উত্তেজনা রয়েছে, তবে তা খুব গুরুতর বলে আমার মনে হয় না। দু দেশের মানুষ আর সরকারকে আলাদা করে দেখা উচিত। আরেকদিন আমি বলেছিলাম, হিন্দি-চিনি ভাইভাই স্লোগান একমাত্র রাস্তা। কেননা ভারত, চিনকে একসঙ্গে পাশাপাশি থাকতে হবে। এ প্রসঙ্গে প্রোপাগান্ডা, ভুল তথ্য পরিস্থিতি আরও জটিল করে তোলে বলেও মন্তব্য করেন তিনি।
দলাই বলেন, যে কোনও সমস্যা আলোচনাতেই মেটাতে হয়, ডোকালাম নিয়ে ভারত, চিনের বিবাদও মিটতে পারে একমাত্র সেভাবেই। ওটাই একমাত্র উপায়। কেউ পিছু হটল মানে তার পরাজয় হল, এটা পুরানো যুগের ধ্যানধারণা। আধুনিক সময়ে প্রত্যেক দেশকেই অন্যের ওপর নির্ভর করতে হয়।
পাশাপাশি চিনকেও বিদ্রূপ করে তিনি জানান, ভারতে স্বাধীনতা আছে, এখানে তিনি অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন। বলেন, যেখানে স্বাধীনতা নেই, আমার তাকে পছন্দ নয়।
উল্লেখ্য, সিকিমের ডোকালামে চিনা সেনাবাহিনীর রাস্তা তৈরির উদ্যোগ ভারতীয় সেনা সম্প্রতি বানচাল করে দিয়েছে। তা নিয়ে ৫০ দিনের বেশি দুদেশের মধ্যে সংঘাত চলছে।
চিনের দাবি, ওই ভূখণ্ড তাদের। বরং সেখান থেকে আগে সেনা সরাতে হবে ভারতকেই।
সম্প্রতি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ শান্তিপূর্ণ সমাধানের ডাক দিয়ে প্রস্তাব দিয়েছেন, যে কোনও আলোচনার আগে দু দেশই সেনা তুলে নিক, যদিও তাতে নারাজ চিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement