শ্মশান তৈরির জন্য নির্ধারিত জমিতে বাবার অন্ত্যেষ্টি করতে দেওয়া হল না দলিতকে
ভিন্দ (মধ্যপ্রদেশ): শ্মশান নির্মাণের জন্য নির্ধারিত জমিতে মৃত বাবার সৎকার করতে দেওয়া হল না এক দলিত ব্যক্তিকে। ঘটনাস্থল মধ্যপ্রদেশ।
খবরে প্রকাশ, গতকাল মারা যান ভিন্দ জেলার চন্দোখার মাজরা গ্রামের বাসিন্দা লাল সিংহ বাল্মিকীর বাবা কপ্তান সিংহ (৬৫)। গ্রামের শ্মশান নির্মাণের জন্য নির্ধারিত জমিতে বাবার সৎকার করতে যান বাল্মিকী। অভিযোগ, সেখানে তাঁকে অন্ত্যেষ্টিতে বাধা দেন লোকেন্দ্র ও অনিল সিংহ তোমর নামে ২ ব্যক্তি।
বাধ্য হয়ে বাড়ির নিকটবর্তী একটি সরকারি জায়গায় বাবার সৎকার সারেন বাল্মিকী। তবে, পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেখানে বাল্মিকী জানান, তাঁর জাতপাত তুলে গালিগালাজ করেন ২ জন।
অভিযোগের ভিত্তিতে লোকেন্দ্র ও তোমরকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সুপার প্রশান্ত খারে জানান, শ্মশানের জন্য নির্ধারিত জমির একাংশ জবরদখল করে চাষ শুরু করেছিল অভিযুক্তরা। এই ঘটনার পরে কালেক্টরের নেতৃত্বে একটি সরকারি টিম গিয়ে জবরদখল হঠিয়ে দেয়।