এক্সপ্লোর
২০ হাজার টাকার ধার শোধ, সুদ না দেওয়ায় যোগী রাজ্যে দলিত মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা
![২০ হাজার টাকার ধার শোধ, সুদ না দেওয়ায় যোগী রাজ্যে দলিত মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা Dalit woman in UP set ablaze to realise loan, 2 arrested ২০ হাজার টাকার ধার শোধ, সুদ না দেওয়ায় যোগী রাজ্যে দলিত মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/02180110/fire-8.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বালিয়া: ধারের টাকার সুদ না পেয়ে এক দলিত মহিলাকে ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা উত্তরপ্রদেশে। বালিয়ার জাজাউলি গ্রামের এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার অনিল কুমার সিংহ বলেছেন, গতকাল এই ঘটনা ঘটেছে। ওই সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন ৪৫ বছরের রেশমা দেবী। সেই সময় কয়েকজন লোক তাঁর বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
জখম অবস্থায় রেশমা দেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সিংহ। ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া রেশমা দেবীর বয়ান অনুযায়ী সোনু ও সিধু সিংহ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ওই দুজনকেই গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ওই মহিলা অভিযুক্তদের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা তিনি শোধও করে দেন। কিন্তু এতে সন্তুষ্ট হয়নি সোনু ও সিধু। তারা সুদ চেয়ে জোরজবরদস্তি করতে থাকে। এরপরও সুদের টাকা না পেয়ে তারা রেশমা দেবীকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)