এক্সপ্লোর
Advertisement
প্রতিরক্ষায় দলিত যুবকদের জন্য সংরক্ষণ দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
পুনে: প্রতিরক্ষায় দলিতদের জন্য সংরক্ষণ চান রামদাস আঠাওয়ালে। দেশি মদ না গিলে দলিত সম্প্রদায়ের যুবকদের বরং সেনাবাহিনীতে যোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যয় ও ক্ষমতায়ন রাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সেনা, নৌবাহিনী ও বায়ুসেনায় দলিত যুবকদের জন্য সংরক্ষণের দাবি করে আসছি আমরা। দলিতরা লড়াকু, দেশের জন্য চরম বলিদান দিতেও প্রস্তুত। যদিও সেনাবাহিনীতে যোগ দিলেও সকলেই শহিদ হয় না বলেও অভিমত জানান রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আরপিআই-এ)-র এই নেতা।
বলেন, বস্তুত অনেক বেশি মানুষ মারা যায় পথ দুর্ঘটনা, হৃদরোগে আক্রান্ত হয়ে। সুতরাং দলিত ছেলেরা ভাববেন না, সেনায় যোগ দেওয়া শহিদ হওয়ার সামিল। এরপরই তাঁর মন্তব্য, দেশি মদ না খেয়ে দলিত যুবকরা সেনাবাহিনীতে যোগ দিন যেখানে রাম পাওয়া যায়, ভাল খাবারদাবারও মেলে।
তাঁর দলের দলিতদের জন্য সংরক্ষণের দাবি দীর্ঘদিনের, তিনি শীঘ্রই এ ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলবেন বলেও জানান আঠাওয়ালে। বলেন, আমার মত, দলিত সম্প্রদায়ের সবচেয়ে বেশি যুবকের নিরাপত্তা বাহিনীতে সামিল হওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement