এক্সপ্লোর
খুনের হুমকিও? মেহবুবার কাছে গিয়ে অনলাইনে ট্রোলড, ফেসবুকে ক্ষমা চাইলেন 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী
![খুনের হুমকিও? মেহবুবার কাছে গিয়ে অনলাইনে ট্রোলড, ফেসবুকে ক্ষমা চাইলেন 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী Dangal Starlet Zaira Wasim Shares An Open Confessionapology On Facebook খুনের হুমকিও? মেহবুবার কাছে গিয়ে অনলাইনে ট্রোলড, ফেসবুকে ক্ষমা চাইলেন 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/16232043/zara.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জম্মু: 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করায় উপত্যকার বিচ্ছিন্নতাবাদীদের সমালোচনার মুখে পড়েছেন। এমনকি তাঁর ফেসবুক পোস্ট অনলাইনে যেভাবে ট্রোলড হয়, তাতে আতঙ্কিত হয় নিজের পোস্ট তো সরিয়ে নিয়েছেনই জায়রা। মেহবুবার সঙ্গে দেখা করায় প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। সূত্রের খবর, জম্মু-কাশ্মীর বিধানসভায় জায়রার ইস্যুটি তুলে বিজেপি সদস্যদের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের থেকে খুনের হুমকি পর্যন্ত পেয়েছেন জায়রা। সেই জন্যে জায়রার বাড়তি নিরাপত্তাও দাবি করা হয়েছে।
জায়রা ক্ষমা চেয়ে লিখেছেন, তিনি মেহবুবার সঙ্গে দেখা করায়, এক শ্রেণীর মানুষ যে আঘাত পেয়েছেন, তার জন্যে তিনি দুঃখিত। ১৬ বছরের কিশোরী জায়রা তাঁর দ্বিতীয় পোস্টে লিখেছেন গত চমাস ধরে যাঁরা আন্দোলন করছেন, যার জেরে প্রায় ৮৬ জন মানুষের মৃত্যু হয়েছে, সেই কাশ্মীরী যুব সম্প্রদায়ের হৃদয়ে যদি আঘাত দিয়ে থাকে তাঁর এই সাক্ষাৎ, তাহলে তিনি লজ্জিত।
তবে জায়রাকে এভাবে ক্ষমা চাইতে বাধ্য করায়, প্রশ্নের মুখে মানুষের বাক স্বাধীনতা, টুইটে মন্তব্য উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। এদিকে মেহবুবাও জায়রার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, এভাবে কাশ্মীরের যুব সম্প্রদায় বিভিন্ন কাজে নিজেদের পারদর্শীতা প্রমাণ করে দেশবাসীর মুখ উজ্জবল করছে। কিন্তু কাশ্মীরী যুব সম্প্রদায়ের কেউই যথেষ্ট সম্মান-স্বীকৃতি পাচ্ছে না এবং সেটা নেহাত্ই দুর্ভাগ্যজনক।
সম্প্রতি জায়রা খ্যাতির শীর্ষে পৌঁছেছেন 'দঙ্গল'-এ গীতা ফোগটের চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)