এক্সপ্লোর
তথ্য চুরির ঘটনার শিকার হয়ে থাকতে পারেন ভারতের ৫.৬২ লক্ষ ইউজার, জানাল ফেসবুক

নয়াদিল্লি: ফেসবুক থেকে তথ্য হাতানোর কেলেঙ্কারিতে ভারতের ৫.৯২ লক্ষ ইউজার শিকার হয়ে থাকতে পারেন। ফেসবুক সূত্রে এ কথা জানানো হয়েছে। ব্রিটেনের সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা এই তথ্য হাতানোর ঘটনায় জড়িত। ভারতের ফেসবুক ইউজারের সংখ্যা ২০ কোটির বেশি। তথ্য হাতানোর ঘটনায় গত মাসেই ভারত ফেসবুক ও অ্যানালিটিকাকে শো-অফ নোটিশ জারি করেছে। বিভিন্ন দেশের নির্বাচন প্রভাবিত করতে তথ্যসংগ্রহকারী সংস্থা অ্যানালিটিকা সারা বিশ্বের লক্ষ লক্ষ ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে হাতিয়েছে বলে অভিযোগ। ফেসবুক গতকাল স্বীকার করেছে যে, প্রায় ৮.৭০ কোটি গ্রাহকের তথ্য অবৈধভাবে সংগ্রহ করে থাকতে পারে অ্যানালিটিকা। ওই গ্রাহকদের অধিকাংশই আমেরিকার। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, বিশেষ একটি অ্যাপ ইন্সস্টলেশনের মাধ্যমে ভারতের ৩৩৫ জন প্রত্যক্ষভাবে ক্ষতির শিকার হয়েছেন। ওই ইউজারদের ফ্রেন্ড হিসেবে আরও ৫.৬২,৪৫৫ জন গ্রাহক অপ্রত্যক্ষভাবে তথ্য চুরির শিকার হয়ে থাকতে পারেন। অর্থাত্ সারা বিশ্বের নিরিখে তথ্য চুরির ঘটনায় ০৬ শতাংশ ভারতীয় গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। ফেসবুক জানিয়েছে, ভারতীয় সহ বিশ্বের অন্যত্র যে সব ইউজারের তথ্য হাতানো হয়েছে, তার সঠিক সংখ্যা নিরূপনের জন্য তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, ফেসবুক থেকে এভাবে তথ্য চুরির ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনা করেছে ফেসবুক। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের তথ্য চুরির ঘটনা ভারতের রাজনীতিতেও প্রভাব ফেলেছে। তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গতমাসেই তথ্য চুরির মাধ্যমে নির্বাচনে প্রভাব তৈরি নিয়ে ফেসবুককে সতর্ক করে দিয়েছেন। প্রয়োজন হলে সংস্থার সিইও মার্ক জুরেকবার্গে ভারতে তলব করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















