এক্সপ্লোর
Advertisement
উত্তরপূর্বে দলের শক্তি বাড়াতে রাহুলের বৈঠকের পরদিনই মনিপুরে বিজেপিতে ৪ কংগ্রেস বিধায়ক
নয়াদিল্লি: মনিপুরে কংগ্রেস ত্যাগের হিড়িক। ওয়াই সুরচন্দ্র, নগামথাং হাওকিপ, ও লুখোই, এস বিরা---এই চার কংগ্রেস বিধায়ক আজ দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। গতকালই রাহুল গাঁধী উত্তরপূর্বের রাজ্যগুলিতে কংগ্রেসের শক্তি বাড়ানোর ব্যাপারে দলের কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে পৌরহিত্য করেন। পরদিনই দলকে ধাক্কা দিলেন চার বিধায়ক। তাঁরা মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও দলের রাজ্য সভাপতি কে ভবানন্দের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন আজ। ছিলেন বিজেপির উত্তরপূর্বের ভারপ্রাপ্ত সাংসদ রাম মাধব, নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এর আহ্বায়ক হিমন্ত বিশওয়া শর্মাও।
রাহুলজি এখানে কংগ্রেসের হাল ফেরাতে পারছেন না, কটাক্ষ করেছেন হিমন্ত। এও বলেছেন, আমরা কংগ্রেসমুক্ত করতে চাইছি উত্তরপূর্বকে। অসম, অরুণাচল, মনিপুরে সফল হয়েছি। এবার লক্ষ্যে মেঘালয়, ত্রিপুরা।
প্রসঙ্গত, মনিপুরে বিধানসভা নির্বাচনের পরই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ক্যাবিনেট মন্ত্রী হন বিধায়ক টি শ্যামকুমার। তাঁর পথে হেঁটে বিজেপিতে ভেড়েন গিনসুয়ানহাও ঝাও নামে আরেক কংগ্রেস এমএমএ-ও। তারপর থেকেই জল্পনা ছিল, আরও এক ডজন কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন।
মনিপুরে বিধানসভা ভোটে ২৮টি আসন পেয়ে কংগ্রেস একক বৃহত্তম দল হলেও ম্যাজিক সংখ্যা ৩১ ছুঁতে পারেনি। ২১টি আসন পেয়েও ৬০ সদস্যের বিধানসভায় এনপিপি, এনপিএফের মতো আঞ্চলিক দলের সমর্থন জুটিয়ে সরকার গড়ার প্রয়োজনীয় শক্তি অর্জন করে বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement