এক্সপ্লোর
Advertisement
মায়েদের নিঃশ্বাসে দূষিত বায়ু, জন্মের আগে সবথেকে বেশি শিশুমৃত্যু এ দেশে, বলছে সমীক্ষা
নয়াদিল্লি: গর্ভবতী মহিলারা দূষিত বাতাস শ্বাসের সঙ্গে গ্রহণ করছেন। ফলে শুধু ২০১০-এই এ দেশে ১০লক্ষেরও বেশি শিশু সময়ের আগে জন্মেছে, যা বিশ্বে সর্বাধিক। এক সমীক্ষা এমনটাই দাবি করেছে।
ইংল্যান্ডের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউট করেছে এই সমীক্ষা। তা বলছে, ২০১০-এ গোটা বিশ্বে ২০লক্ষ ৭০হাজারের মত শিশুর সময়ের আগে জন্মানোর কারণ, বাইরের ধুলো ধোঁয়া, দূষণের সংস্পর্শে আসা। এর সর্বাধিক প্রভাব দেখা গিয়েছে দক্ষিণ ও পূর্ব এশিয়ায়। প্রিম্যাচিওর বেবিদের ৭৫ শতাংশই এসেছে এই এলাকা থেকে।
অন্তঃসত্ত্বা মহিলারা যেখানে থাকেন, তাঁর শরীরে সেই এলাকার প্রভাব পড়তে পারে। চিন বা ভারতের কোনও শহরে বাসরত একজন মহিলা ফ্রান্স বা ইংল্যান্ডের গ্রামাঞ্চলে বসবাসকারী কোনও মহিলার থেকে ১০গুণেরও বেশি দূষিত শ্বাস নেবেন।
যখন কোনও শিশু নির্ধারিত সময়ের আগে জন্মায় অর্থাৎ মাতৃগর্ভে ৩৭ সপ্তাহ কাটানোর আগে, তাদের মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। একইভাবে বাড়ে শারীরিক ও স্নায়বিক অসুস্থতার আশঙ্কা। সময়ের আগে জন্মানো শিশুদের ক্ষেত্রে অনেক সঙ্কট কাজ করে। মায়ের বয়স, অসুস্থতা, দারিদ্র্য, অন্যান্য সামাজিক পরিস্থিতি। তবে সাম্প্রতিক এই সমীক্ষা বলছে, মা বায়ু দূষণের শিকার হলেও সন্তানের আগে জন্ম নেওয়ার আশঙ্কা বাড়ে বই কমে না।
সমীক্ষা জানাচ্ছে, গোটা বিশ্বে সময়ের আগে জন্মানো ২০লক্ষ ৭০হাজার শিশুর মধ্যে ১০লক্ষের মত শুধু ভারতে জন্মেছে। চিনে জন্মেছে অন্তত ৫লক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement