বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে হল ২.৭৪ লক্ষ কোটি
নয়াদিল্লি: প্রত্যাশামতোই, এবারের বাজেটেও বাড়ল প্রতিরক্ষা বরাদ্দ। মঙ্গলবার সংসদে যে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, তাতে ২০১৭-১৮ অর্থবর্ষে প্রতিরক্ষা বরাদ্দ ৬.২ শতাংশ বেড়ে হয়েছে ২.৭৪ লক্ষ কোটি। ২০১৬-১৭ অর্থবর্ষে এই বরাদ্দ ছিল ২.৫৮ লক্ষ কোটি।
বাজেটের ঘোষণা অনুযায়ী, মূল খরচ, অর্থাৎ সামরিক বাহিনীর তিন বিভাগের জন্য নতুন যন্ত্রপাতি, অস্ত্র, বিমান, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক যান কেনার জন্য ৮৬,৪৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষে এই বরাদ্দ ছিল ৭৮,৫৮৬ কোটি। এছাড়া, অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের পেনশন খাতে বরাদ্দ সামান্য বেড়ে রাখা হয়েছে ৮৫,৭৩৭ কোটি টাকা।
বাজেট বরাদ্দের বৃদ্ধিকে স্বাগত জানিয়ে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে টুইটারে জানান, মূল খরচের বরাদ্দ ৯.৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ভীষণই ভাল উদ্যোগ। বাজেট বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন সংস্থা। স্যামটেল এভিওনিক্সের অধিকর্তা পুনীত কৌরা জানান, মোদী সরকার যে মেক ইন ইন্ডিয়ার প্রতি দায়বদ্ধ তা ক্যাপিটাল এক্সপেন্ডিচার (মূল খরচ) বৃদ্ধি করে প্রমাণ করেছে।