WB SIR: 'SIR নিয়ে ষুষ্ঠুভাবে কাজ করতে BLO পর্যায়ে সময় দেওয়া হয়নি', বললেন দেবাশিস সরকার
ABP Ananda LIVE : SIR-নিয়ে দ্বিচারিতার অভিযোগে মুখ্যমন্ত্রীকে BLO ঐক্য মঞ্চের চিঠি। 'মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর চিঠি, পুরোটাই কুম্ভিরাশ্রু'। 'SIR-এর কাজে নিযুক্ত BLO-দের মৃত্যু, ক্ষতিপূরণ নিয়ে রিপোর্ট কোথায়?''আপনি একদিকে চিঠি দিচ্ছেন জ্ঞানেশ কুমারকে, কিন্তু করছেন উল্টো'। 'BLO-দের ক্ষতিপূরণ সংক্রান্ত কোনও প্রস্তাবই এখনও পর্যন্ত দেয়নি রাজ্য'। দ্বিচারিতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকেই চিঠি ভোটকর্মী-BLO ঐক্য মঞ্চের।
মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে অভিযোগ করেছিলেন, SIR-এ সাধারণ মানুষের অবিরাম হয়রানি চলছে। শুনানি প্রক্রিয়া যান্ত্রিক হয়ে পড়েছে, যার মধ্যে সেই সংবেদনশীলতা ও মানবিকতার অভাব রয়েছে। বিরোধী দলনেতা লিখেছেন, এইসব অভিযোগ অতিরঞ্জিত। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর অভিযোগগুলি অপ্রমাণিত এবং SIR-এর মতো রুটিন সাংবিধানিক প্রক্রিয়ার রাজনীতিকরণের চেষ্টা বলে মনে হয়। SIR আবহে একাধিক মৃত্যুর ঘটনা চিঠিতে উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ৭৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর জন্য দায়ী, নির্বাচন কমিশনের পরিকল্পনাহীনতার ফলে তৈরি হওয়া ভয়, মানসিক চাপ ও কাজের চাপ। বিরোধী দলনেতার দাবি, এই সংখ্যাগুলি মনগড়া। SIR-এর সঙ্গে এই মর্মান্তিক ঘটনাগুলির যোগসূত্রের কোনও প্রমাণ নেই। উল্টে স্থানীয় প্রশাসনের ভুল-ত্রুটিগুলি ধামাচাপা দিতে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে বলির পাঁঠা করার চেষ্টা হচ্ছে।



















