এক্সপ্লোর
পরমাণু অস্ত্রের প্রথম না ব্যবহারের নীতি সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের তীব্র টানাপোড়েনের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। পর্রীকর বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে, পরমাণু অস্ত্র প্রথমে না ব্যবহার করার নীতিতে ভারতের আটকে থাকা উচিত নয়। এক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে পর্রীকর বলেছেন, ‘কেন আমি নিজেকে বেঁধে ফেলব। বরং আমার বলা উচিত, আমি দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রের অধিকারী এবং তা আমি দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যবহার করব না। ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি’। উল্লেখ্য, ১৯৯৮-এ পরমাণু অস্ত্রের পরীক্ষার পর ভারত পরমাণু অস্ত্র প্রথম ব্যবহার না করার নীতি ঘোষণা করেছিল। পর্রীকর অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, তাঁর এই মন্তব্যের অর্থ এই নয় যে, সরকার পরমাণু নীতির বদল করেছে। প্রতিরক্ষামন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইকের আগে পাক প্রতিরক্ষামন্ত্রী ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঙ্কার দিতেন। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের পর ওই ধরনের হুমকি আর শোনা যায় না। পরমাণু নীতি সম্পর্কে পর্রীকরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রকর এক মুখপাত্র বলেছেন, বিষয়টিকে মন্ত্রীর ব্যক্তিগত মতামত হিসেবেই দেখা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















