(Source: ECI/ABP News/ABP Majha)
সোমবার সিয়াচেনে যাবেন রাজনাথ, কথা বলবেন জওয়ানদের সঙ্গে
পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী সোমবার ১২ হাজার ফিট উচ্চতায় অবস্থিত কারাকুরাম রেঞ্জের সব থেকে দুর্গম, হিমশৈল পরিবেষ্টিত যুদ্ধক্ষেত্র সিয়াচেনে যাবেন রাজনাথ।
নয়াদিল্লি: ৩০ তারিখ মন্ত্রী পদে শপথ নিয়েছেন। পরের দিনই দায়িত্ব নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের। এরই মধ্যে সিয়াচেন পরিভ্রমণ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন রাজনাথ সিংহ। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম সফর। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী সোমবার ১২ হাজার ফিট উচ্চতায় অবস্থিত কারাকুরাম রেঞ্জের সব থেকে দুর্গম, হিমশৈল পরিবেষ্টিত যুদ্ধক্ষেত্র সিয়াচেনে যাবেন রাজনাথ। সেখানে সৈন্যদলের সঙ্গে কথা বলবেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গী হবেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতও।
Defence Minister Rajnath Singh to visit Siachen Glacier tomorrow as his first visit to a Defence base outside the national capital. Army Chief General Bipin Rawat to accompany him. pic.twitter.com/egEfJTyMZK
— ANI (@ANI) June 2, 2019
সূত্রের খবর, রাজনাথ সিংহ প্রথমে যাবেন লাদাখ, সেখান থেকেই যাবেন সিয়াচেনে। প্রসঙ্গত, সিয়াচেন কেবল ভারতেরই নয় গোটা বিশ্বের সবথেকে বিপজ্জনক রণাঙ্গন বলেই পরিচিত। এখানে তাপমাত্রা সবসময় মাইনাস-এই থাকে। তুষারপাত, ধ্বস এখানে নিত্যদিনকার ঘটনা। কখনও কখনও তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিরও নীচে নেমে যায়। এই প্রতিকূল পরিবেশেই বছরের ৩৬৫ দিন অতন্দ্র প্রহরীর মতো সীমান্ত আগলে রাখেন ভারতীয় সেনা জওয়ানরা। বিগত ১০ বছরে এই সিয়াচেনেই ১৬৩ জন জওয়ানকে হারিয়েছে ভারত। সূত্রের খবর, এই সীমান্তে কীভাবে ভারতীয় সেনারা লড়াই করছেন এবং পাকিস্তানের আক্রমণের পাল্টা রণকৌশল সাজিয়ে রাখছে, সেই সব কিছুই সৈন্যদলের থেকে যানবেন প্রতিরক্ষা মন্ত্রী।