এক্সপ্লোর
Advertisement
চিনের সঙ্গে উত্তেজনার আবহে দশমীতে এলএসি-তে জওয়ানদের সঙ্গে অস্ত্র পুজো করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ
চিনের সঙ্গে সম্পর্কে চলতি টানাপোড়েনের মধ্যেই সিকিম সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দশেরা উপলক্ষ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র পুজো সৈনিকদের সঙ্গেই করবেন। দুই দিনের সফরে প্রতিরক্ষামন্ত্রী শনিবার সেনার সুকনার ৩৩ তম কোর (শিলিগুড়ি)-এ পৌঁছবেন এবং সেখান থেকে সিকিম যাবেন। গত বছর প্রতিরক্ষামন্ত্রী ফ্রান্সে রাফাল যুদ্ধবিমানের অস্ত্র পুজো করেছিলেন।
নয়াদিল্লি: চিনের সঙ্গে সম্পর্কে চলতি টানাপোড়েনের মধ্যেই সিকিম সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দশমী উপলক্ষ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র পুজো সৈনিকদের সঙ্গেই করবেন। দুই দিনের সফরে প্রতিরক্ষামন্ত্রী শনিবার সেনার সুকনা ৩৩ তম কোর (শিলিগুড়ি)-এ পৌঁছবেন এবং সেখান থেকে সিকিম যাবেন। গত বছর প্রতিরক্ষামন্ত্রী ফ্রান্সে রাফাল যুদ্ধবিমানের অস্ত্র পুজো করেছিলেন।
জানা গেছে, রাজনাথ রবিবার চিনের সীমান্ত সংলগ্ন নাথুলায় জওয়ানদের সঙ্গে অস্ত্র পুজো করবেন। তাঁর সঙ্গে থাকবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এমএস নরবণে। তিনি জওয়ানদের উদ্দেশে বক্তব্যও রাখবেন।
পূর্ব লাদাখ সংলগ্ন এলএসি-তে চলতি উত্তেজনার সঙ্গে সঙ্গে সিকিম সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেও একই ধরনের পরিস্থিতি রয়েছে। গত মে মাসে যখন পূর্ব লাদাখে এলএসি-তে উত্তেজনা দেখা দিয়েছিল তখন উত্তর সিকিমের নাকু-লা পাসেও ভারত ও চিনের সেনাদের মধ্যে মারপিঠ ও ধাক্কাধাক্কির ঘটনা সামনে এসেছিল। এই ঘটনার ভিডিও সামনে এসেছিল। এই ঘটনা সামনে আসার পর বেশ কয়েকবার এমন খবর এসেছে যে, চিনের পিএলএ-র সেনা সিকিম ও সংলগ্ন ডোকলাম এলাকায় তাদের মোতায়েন বাড়াচ্ছে। যদিও কোনও সংঘাতের ঘটনা ঘটেনি।
প্রতি বছরই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ দশমীতে অস্ত্রশস্ত্র ও যুদ্ধবিমানে অস্ত্র পুজো করেন। গত বছর ফ্রান্সে প্রথম রাফাল যুদ্ধবিমান ভারতকে হস্তান্তর করা হয়েছিল। ওই সময় তিনি রাফালের অস্ত্র পুজো করেছিলেন।
জানা গেছে, শনিবার শিলিগুড়ি সংলগ্ন সুকনায় ৩৩ তম কোরের প্রধান কার্যালয়ে যাবেন এবং পদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে অপারেশনাল প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন রাজনাথ।
শনিবারই সুকনা সংলগ্ন দার্জিলিংয়ে সেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে দেখা করবেন তিনি। রবিবার সিকিমে এলএসি সংলগ্ন এলাকায় বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারা তৈরি সড়কের উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement