এক্সপ্লোর
দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারির বাড়িতে দুষ্কৃতী হামলা, গ্রেফতার ৪

নয়াদিল্লি: দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারির বাড়িতে দুষ্কৃতী হামলা। গ্রেফতার চার। রবিবার রাতে এই হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের একটি দুষ্কৃতীদল। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তবে সেই সময় নৈশভোজের জন্যে বাড়ির বাইরে ছিলেন বিজেপি নেতা।
তিওয়ারির বাড়ির কর্মচারীরা তাঁদের বয়ানে জানিয়েছেন, বাড়িতে নেতা নেই জেনেও সারা বাড়ি তারা তাঁকে খুঁজতে থাকে। তাঁকে খুঁজে না পেয়ে বাড়িতে উপস্থিত কর্মচারীদেরই মারধর, ধাক্কা দেয় ওই দুষ্কৃতী দলটি। এরপরই এই হামলার কথা বিজেপি প্রধানের কর্মচারীরা তাঁকে ফোন করে জানালে, তিনি ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই বিপর্যস্ত তিওয়াড়ি এই হামলার পিছনে চক্রান্ত দেখতে পাচ্ছেন।তাঁর দাবি, ঘটনার সঙ্গে খব সম্ভবত যোগ রয়েছে পুলিশের। এরপরই তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, দিল্লির অবস্থা এখন বিপজ্জনক। একজন সাংসদের বাড়ি, যেটা কিনা থানা থেকে মাত্র কয়েক কিলোমিটর দূরে, সেখানেও এসে হামলা চালিয়ে যাচ্ছে অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতী দল। দুষ্কৃতীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি প্রধান। এই ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও এক বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
সূত্রের খবর, গতকাল রাতে প্রায় আট - দশজনের একটি দুষ্কৃতী দল দিল্লির নর্থ অ্যাভিনিউতে বিজেপি নেতার বাড়িতে ঢুকে হামলা চালায়। প্রথমে ওই দুষ্কৃতী দলটি এসে নেতার পরিচারককে চড়-থাপ্পর মারে। তারপর বিজেপি প্রধানকে ডাকতে বলে।Ye jaanleva humla hai, mere do log injured hai: Delhi BJP Chief Manoj Tiwari after his house in Delhi ransacked late last night pic.twitter.com/T2vu3zqZlP
— ANI (@ANI_news) May 1, 2017
তিওয়ারির বাড়ির কর্মচারীরা তাঁদের বয়ানে জানিয়েছেন, বাড়িতে নেতা নেই জেনেও সারা বাড়ি তারা তাঁকে খুঁজতে থাকে। তাঁকে খুঁজে না পেয়ে বাড়িতে উপস্থিত কর্মচারীদেরই মারধর, ধাক্কা দেয় ওই দুষ্কৃতী দলটি। এরপরই এই হামলার কথা বিজেপি প্রধানের কর্মচারীরা তাঁকে ফোন করে জানালে, তিনি ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই বিপর্যস্ত তিওয়াড়ি এই হামলার পিছনে চক্রান্ত দেখতে পাচ্ছেন।তাঁর দাবি, ঘটনার সঙ্গে খব সম্ভবত যোগ রয়েছে পুলিশের। এরপরই তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, দিল্লির অবস্থা এখন বিপজ্জনক। একজন সাংসদের বাড়ি, যেটা কিনা থানা থেকে মাত্র কয়েক কিলোমিটর দূরে, সেখানেও এসে হামলা চালিয়ে যাচ্ছে অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতী দল। দুষ্কৃতীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি প্রধান। এই ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও এক বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















