কেজরীবালকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ প্রকাশ জাভড়েকরের
ফের একবার অরবিন্দ কেজরীবালকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ শানাল বিজেপি।
নয়াদিল্লি: ফের একবার অরবিন্দ কেজরীবালকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ শানাল বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল একজন ‘সন্ত্রাসবাদী’, এই বক্তব্যের জন্য বিজেপি সাংসদ প্রবেশ বর্মাকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে দলের সাংসদের সুরে কণ্ঠ মিলিয়ে আরও চড়া সুরে কেজরীবালকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁরও সেই একই বক্তব্য, কেজরীবাল একজন ‘সন্ত্রাসবাদী’।
আরও পড়ুন - দিল্লি বিধানসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদির প্রথম সভা, শাহিনবাগ নিয়ে বিরোধীদের আক্রমণ
আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দিল্লির নির্বাচনী সভা থেকে বলেন, “সন্ত্রাসবাদী বললেই কেজরীবাল নিরপরাধীদের মতো মুখ করে। কেজরীবাল যে সন্ত্রাসবাদী, তার যথেষ্ট প্রমাণ রয়েছে।” এরপর কেজরীবালকে উদ্দেশ্য করে জাভড়েকরকে বলতে শোনা যায়, “তুমি নিজেকে নৈরাজ্যবাদী বল। একজন নৈরাজ্যবাদী এবং সন্ত্রাসীর মধ্যে বিশেষ কোনও ফারাক নেই।”
আরও পড়ুন - ‘বিরিয়ানি নয়, সন্ত্রাসীদের গুলি খাওয়াব’, শাহিনবাগ নিয়ে তোপ যোগীর
যদিও বিজেপির এই আক্রমণের সেভাবে কোনও জবাব দেননি আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল। আয়কর দফতরের প্রাক্তন এই অধিকর্তা শুধু বলেন, “আমি দিল্লির মুখ্যমন্ত্রী। কেউ আমার জন্য ভোট দিয়েছেন, কেউ কংগ্রেস বা বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। তবে আমি কখনও পক্ষপাতিত্ব করিনি। দিল্লির প্রতিটি মানুষই আমার পরিবারের। এখন আপনাদেরই বিচার করতে হবে, আমি সন্ত্রাসবাদী না আপনাদের সন্তান। যদি আমি সন্ত্রাসী হই, তাহলে পদ্ম চিহ্নে ভোট দিন। আর যদি আমি আপনাদের সন্তান হই, তাহলে ৮ ফেব্রুয়ারি ঝাড়ু চিহ্নে ভোট দিন।”