‘বিরিয়ানি নয়, সন্ত্রাসীদের গুলি খাওয়াব’, শাহিনবাগ নিয়ে তোপ যোগীর
“ওরা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের’ বিরোধিতা করছে।”
নয়াদিল্লি: শাহিনবাগের আন্দোলনকারীদের বিরিয়ানি পাঠাচ্ছে অরবিন্দ কেজরীবালের সরকার। শনিবার শাহিনবাগের সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকারী ও দিল্লির কেজরীবাল সরকারকে বিঁধে এমনই মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই রেশ টেনেই রবিবারব দিল্লি বিধানসভা ভোটের আগে তাঁর প্রথম নির্বাচনী সভায় যোগী আদিত্যনাথ বললেন, “সন্ত্রাসীদের বিরিয়ানি নয়, গুলি খাওয়াব।”
আরও পড়ুন- কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সমর্থকরাই ওখানে বসে আজাদি স্লোগান দিচ্ছে, দিল্লির ভোটপ্রচারে আদিত্যনাথ
এদিন তিনি বলেন, “পাকিস্তান থেকে এসে যারা ভারতে বোমা বিস্ফোরণ করত, তাদের এক এক করে চিহ্নিত করে যমের দুয়ারে পাঠাচ্ছে আমাদের জওয়ানরা। যারা উপদ্রব তৈরি করেছে তাদের কংগ্রেস ও কেজরীবালরা বিরিয়ানি খাওয়াচ্ছে। আর আমরা তাদের গুলি খাওয়াচ্ছি।”
আরও পড়ুন- লখনউতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হিন্দু মহাসভা নেতা রঞ্জিত বচ্চন
পূর্ব দিল্লির করওয়ালনগর চকের সভা থেকে গেরুয়া শিবিরের এই কট্টরপন্থী নেতা দাবি করেন, যারা সংশোধিত নাগরিক আইনের বিরোধিতা করছে, তারাই সাতচল্লিশের ভারত ভাগের নেপথ্যে ছিল। তাঁর বক্তব্য, আন্দোলকারীরা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে না। আসলে তাদের এই আন্দোলনের একটাই উদ্দেশ্য। বিক্ষোভকারীরা চান না, ভারত বিশ্বের একটি ক্ষমতাধর রাষ্ট্র হয়ে উঠুক। যোগীর মন্তব্য, “ওদের পূর্বপুরুষরাই ভারত ভাগ করেছে। আর সেকারণেই ওরা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের’ বিরোধিতা করছে।”