এক্সপ্লোর
Advertisement
দিল্লির হাউজ খাসে হামলা চালাতে পারে জঙ্গিরা, বিদেশিদের ওপর নজর রাখছে প্রশাসন
নয়াদিল্লি: দিল্লির হাউজ খাসের রেস্তোঁরা আর কাফেগুলি এখন জঙ্গিদের রাডারে। হামলা হতে পারে যে কোনও মুহূর্তে। তাই গোটা এলাকার নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। রেস্তোঁরা ও কাফেগুলিকে বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ক্রেতাদের দিকে নজর রাখতে, কোনও সন্দেহভাজন নজরে পড়লে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে।
ইনটেলিজেন্স ব্যুরো জানাচ্ছে, হাউজ খাসে বেড়াতে আসা বিদেশিদের টার্গেট করেছে এ দেশে নিষিদ্ধ কয়েকটি জঙ্গি গোষ্ঠী। তাই শুধু পুলিশ মোতায়েন নয়, হাউজ খাসে আসা যাওয়া করা মানুষজনের ওপর নজরদারি চালাতে তৈরি হয়েছে কয়েকটি বিশেষ টিম। কারণ পুলিশের আশঙ্কা, রেকি করার জন্য জঙ্গিরা এখানে আসতে পারে।
যে রেস্তোঁরাগুলিতে বিদেশিরা বেশি আসেন, সেগুলির নিরাপত্তায় সবথেকে বেশি কড়াকড়ি করা হয়েছে। হাউজ খাসে ঢোকা ও বার হওয়ার মুখগুলিতে লাগানো হতে পারে মেটাল ডিটেক্টর। পার্কিং এলাকাতেও মেটাল ডিটেক্টর বসতে পারে।
গোয়েন্দারা জানাচ্ছেন, জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেলগুলি এই এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে জঙ্গিরা। বসন্তকুঞ্জের ডিএলএফ প্রমেনাড মল তাদের সম্ভাব্য টার্গেট, কারণ এই মলে বিদেশিরা আসেন নিয়মিত। মল ও আশপাশের এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
জানা যাচ্ছে, পরিচয় গোপন রাখতে কোনও বিদেশি নাগরিককে দিয়েও জঙ্গিরা হামলা চালাতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement