এক্সপ্লোর
ফোনে আড়িপাতার অভিযোগ: মুকুলের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে

নয়াদিল্লি: প্রাক্তন তৃণমূল সাংসদ মুকুল রায়ের ফোনে আড়িপাতা সংক্রান্ত আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকার হলফনামা পেশ করে আদালতে জানায় যে, অধুনা বিজেপি নেতার ফোনে আড়িপাতা হচ্ছে না। এরপরই বিচারপতি বিভু বাখরু মুকুলের আর্জি খারিজ করে দিয়েছেন। অভিযোগের কোনও সারবত্তা প্রমাণের মতো কোনও তথ্য থাকলে মুকুল রায়ের ফের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকছে। মুকুল রায় তাঁর ওপর নজরদারি ও ফোনে আড়িপাতার অভিযোগ করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে থাকলেই স্থানীয় পুলিশ তাঁর গতিবিধির ওপর নজর রাখে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















