এক্সপ্লোর
Advertisement
Delhi Minister Thanks SRK: ৫০০ রেমডিসিভির ইনজেকশন ডোনেশন, শাহরুখকে ধন্যবাদ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় যে খবর প্রকাশ্যে এনেছেন। তিনি টুইট করে জানিয়েছেন, শাহরুখ খান ও মির ফাউন্ডেশনের কাছে আমরা কৃতজ্ঞ। কঠিন সময়ে যখন সবথেকে বেশি দরকার সেই সময়ে আমাদের কাছে ৫০০ রেমডেসিভির ইনজেকশন পৌঁছে দিয়েছেন ওঁরা।
নয়াদিল্লি: একদিকে মারাত্মক দূষণ অন্যদিকে করোনার তৃতীয় ধাক্কা। হাঁসফাঁস অবস্থায় থাকা দিল্লির দরকারে পাশে দাঁড়ালেন শাহরুখ খান। অন্তরালে থেকেই কিং খান দিল্লি সরকারের কাছে পৌঁছে দিয়েছেন ৫০০ রেমডেসিভির ইনজেকশন।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় যে খবর প্রকাশ্যে এনেছেন। তিনি টুইট করে জানিয়েছেন, শাহরুখ খান ও মির ফাউন্ডেশনের কাছে আমরা কৃতজ্ঞ। কঠিন সময়ে যখন সবথেকে বেশি দরকার সেই সময়ে আমাদের কাছে ৫০০ রেমডেসিভির ইনজেকশন পৌঁছে দিয়েছেন ওঁরা।
কেন্দ্রীয় সরকার কিছুদিন আগেই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল, একান্ত আপৎকালীন প্রয়োজন ছাড়া কোভিড রোগীদের চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার করা যাবে না। কিন্তু বর্তমানে দিল্লি করোনা চিত্র এতটাই খারাপ যে চিকিৎসকদের বাধ্য হয়েই সেই আপৎকালীন পথ ধরতে হচ্ছে।
গতকালই দিল্লিতে ২৪৬৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানের মধ্যে মারা গিয়েছেন ৫০ জন। ১ নভেম্বরের পর থেকে থেকে যে সংখ্যাটা সর্বোচ্চ। তাই করোনা পরিস্থিতি ঘোরালো হওয়ায় বাধ্য হয়েই রেমডিসিভির ব্যবহারের পথ ধরেছে দিল্লি সরকার।
আপাতত মুম্বই নিবাসী হলেও শাহরুখ খানের বেড়ে ওঠা রাজধানীতেই। তাই দিল্লির কঠিন সময়ে দ্রুত পাশে দাঁড়াতে সময় নষ্ট করেননি কিং খান। দেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে এর আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সরকারকে ৫০ হাজার করে পিপিই কিট সরবরাহ করে স্বাস্থ্যকর্মীদের কাজে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement