এক্সপ্লোর
কার্তির জামিনের আবেদনে রায় স্থগিত দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের জামিনের আবেদনের ক্ষেত্রে রায় স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি, গোপাল সুব্রহ্মণ্যম সহ কার্তির আইনজীবীরা দাবি করেন, এই মামলায় এখনও পর্যন্ত কোনও সরকারি আধিকারিককে জেরা করা হয়নি। কার্তির বিরুদ্ধেও দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়নি। তাই জামিনের আর্জি মঞ্জুর করা উচিত। পাল্টা সিবিআই-এর হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কার্তি এই দুর্নীতির ঘটনার প্রমাণ নষ্ট করেছেন। তিনি সাক্ষীদের প্রভাবিত করতেও পারেন। তাই জামিনে মুক্তি দেওয়া উচিত নয়। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি এস পি গর্গ রায় স্থগিত রাখেন।
গত ২৮ ফেব্রুয়ারি কার্তিকে গ্রেফতার করে সিবিআই। এরপর টানা ১২ দিন ধরে তাঁকে জেরা করা হয়। এ মাসের ১২ তারিখ বিশেষ আদালত কার্তির জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে ২৪ তারিখ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। তিহাড় জেলে কার্তির উপর হামলার আশঙ্কায় তাঁকে পৃথক সেলে রাখার আবেদনও খারিজ করে দেয় আদালত। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন কার্তি। তবে সেখানেও জামিন পেলেন না তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement