এক্সপ্লোর
দিল্লিতে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই, আহত ২ পুলিশকর্মী, গ্রেফতার ১

নয়াদিল্লি: দিল্লির নেহরু প্লেস মেট্রো স্টেশনের কাছে দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রমণের মুখে পড়ল পুলিশ। দুষ্কৃতীরা হঠাৎই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ১৩ রাউন্ড গুলি বিনিময় হয়। দু জন পুলিশকর্মী জখম হন। সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হলেও, আজ সকালে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকবর নামে যে দুষ্কৃতী গ্রেফতার হয়েছে, তার মাথার দাম ধার্য করা হয়েছিল ২৫ হাজার টাকা। কিছুদিন আগে এই দুই দুষ্কৃতী পুল প্রহ্লাদপুর এলাকায় ৭ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তার সঙ্গী দুষ্কৃতী আরিফ পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















