এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে হিংসা: চাঁদ বাগে উদ্ধার আইবি অফিসারের দেহ, মর্মান্তিক, শোকপ্রকাশ কেজরীবালের, দুর্ভাগ্যজনক, বলল হাইকোর্ট
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে হিংসা কবলিত দিল্লি। গত কয়েকদিনের সংঘর্ষের পর বুধবার উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি থমথমে। এরইমধ্যে চাঁদবাগ পুলিয়ায় সংঘর্ষ কবলিত এলাকায় পুলিশ উদ্ধার করল ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র এখ আধিকারিকের দেহ।
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে হিংসা কবলিত দিল্লি। গত কয়েকদিনের সংঘর্ষের পর বুধবার উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি থমথমে। এরইমধ্যে চাঁদবাগ পুলিয়ায় সংঘর্ষ কবলিত এলাকায় পুলিশ উদ্ধার করল ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র এক আধিকারিকের দেহ। আইবি-র ওই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের নাম অঙ্কিত শর্মা। তিনি উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকার বাসিন্দা। যে এলাকায় অঙ্কিতের দেহ উদ্ধার করা হয়েছে, সেখানকার রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর, ভাঙা কাঁচের টুকরো। এর থেকে ওই এলাকায় ব্যাপক পাথর ছোঁড়াছুঁড়ির ঘটনার ইঙ্গিত মিলেছে।
সংবাদসংস্থা আইএএনএসের খবর অনুযায়ী, বুলেটবিদ্ধ হয়ে অঙ্কিতের মৃত্যু হয়েছে। তাঁর সারা শরীর জুড়ে রয়েছে মারধরের আঘাতের চিহ্ন। তাঁর বাবা রবীন্দর শর্মাও আইবি-র কর্মী। বুধবার নর্দমা থেকে অঙ্কিতের দেহ উদ্ধার হয়।
অঙ্কিতের মৃত্যুর ঘটনায় মর্মবেদনা ব্যক্ত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে কেজরিবালের ট্যুইট- কী মর্মান্তিক মৃত্যু। দোষীদের কোনওভাবেই রেহাই পাওয়া উচিত নয়। ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে। দিল্লির মানুষের এই দুর্ভোগ খুবই যন্ত্রণাদায়ক। এই দুর্ভাগ্যজনক ঘটনা থেকে দ্রুত ঘুরে দাঁড়িয়ে মানুষ ও সম্প্রদায়গুলির যে ক্ষতি হয়েছে, তা পূরণে একযোগে উদ্যোগ গ্রহণ করা যাবে বলে আশা করছি।
অঙ্কিতের মৃত্যুর ঘটনাকে চূড়ান্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে দিল্লি হাইকোর্ট। সংঘর্ষের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ও সিএএ বিরোধীদের সম্পর্কে উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, প্রবেশ সিংহ ভার্মা ও কপিল মিশ্র বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে দায়ের মামলার শুনানিতে এই মন্তব্য করেছে হাইকোর্ট। সিএএ-পন্থী ও সিএএ-বিরোধীদের মধ্যে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। ১৮৯ জন জখম হয়েছেন। সংঘর্ষ কবলিত এলাকায় আজও দোকান ও স্কুল বন্ধ। রাস্তাঘাট শুনশান। সোমবার থেকেই বিক্ষিপ্ত সংঘর্ষে তটস্থ সমগ্র এলাকা। উন্মত্ত জনতা লুঠপাঠ, ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে। চাঁদ বাগ এলাকায় বুধবার প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা কাউকে রাস্তায় বেরোতে দিচ্ছেন না। বেশ কিছু রাস্তা স্থানীয়রাই বন্ধ করে রেখেছেন। তাঁরা বলছেন, নিজেদের নিরাপত্তার জন্যই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।Such a tragic loss of life. The culprits must not be spared. 20 people have already lost their lives. So painful to watch people of Delhi suffering
Praying that we recover from this tragedy soon n work together to undo damage done to people n communities https://t.co/5iYR5jiNbu — Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement