এক্সপ্লোর
নোট বাতিল: ‘পিগি ব্যাঙ্ক’-এ জমানো ৭৩,০০০ টাকা ব্যাঙ্কের হাতে তুলে দিল হরদোই-এর বাচ্চারা

হরদোই: দেশ জুড়ে চরম আকাল নোটের। সাধারণ মানুষের সমস্যা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এল উত্তরপ্রদেশের হরদোই-এর বেশ কিছু স্কুল পড়ুয়ারা। পিগি ব্যাঙ্কে নিজেদের একটু একটু করে জমানো টাকা ব্যাঙ্কের হাতে তুলে দিল তারা। সঞ্চয়ের অঙ্কটা খুব কমও নয়। কয়েন, নোট মিলিয়ে স্থানীয় বিজয়া ব্যাঙ্ককে ৭৩০০০ টাকা দিয়েছে কচিকাঁচারা। সাধারণ মানুষ যখন নিজের নিজের প্রয়োজনে টাকা সংগ্রহে ব্যস্ত, তখন ঘরের টাকা এইসব বাচ্চারা তুলে দিয়েছে ব্যাঙ্কের হাতে। এই নিয়ে প্রশ্ন করা হলে তারা বলে, সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। পর্যপ্ত পরিমানে নোট না থাকায় অসুবিধায় পড়েছেন অনেকেই। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাই নিজেদের জমানো অল্প সঞ্চয়ই ব্যাঙ্ককে দিয়ে দিয়েছে তারা। স্কুলের ছোট ছোট বাচ্চাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অন্য বাচ্চাদেরও এভাবেই এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তাঁরা। এছাড়াও খুচরোর সমস্যা সমাধানে মন্দিরগুলিকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছে ব্যাঙ্ক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















