এক্সপ্লোর
নোট বাতিলের ফলে অর্থনীতি সাময়িক শ্লথ হতে পারে: প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি: ডিমোনেটাইডেশনের ফলে অর্থনীতির গতি সাময়িক শ্লথ হতে পারে। তবে, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে তা ফলপ্রসূ প্রমাণিত হতে পারে। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করে এমনটাই জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
এদিন প্রণববাবু বলেন, নোট বাতিলের মাধ্যমে কালো টাকা রোধ করতে গিয়ে অর্থনীতির সাময়িক ক্ষতি হয়। তিনি বলেন, নোট বাতিলের ফলে অর্থনীতির গতি সাময়িক শ্লথ হতে পারে।
তিনি যোগ করেন, গরিব মানুষদের সমস্যা দূরীকরণ করার দিকে বেশি যত্নবান হতে হবে (সরকারকে), কারণ দীর্ঘমেয়াদী ক্ষেত্রে উন্নয়নে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















