মোদীর নোট বাতিল দেশবাসীকে ভিখারি করে ছেড়েছে, তোপ শিবসেনার
মুম্বই: নোট বাতিল দেশবাসীকে ভিখারি করে ছেড়েছে। ঠিক এই ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ করল অন্যতম শরিক দল শিবসেনা।
সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দেশকে ঈশ্বরের উপহার’ বলে অভিহিত করেছেন একাধিক বিজেপি নেতা। এই বিষয়টিকে কটাক্ষ করে বর্তমান সরকারের সঙ্গে ব্রিটিশ শাসনের তুলনা টেনে আনে শিবসেনা।
দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে লেখা হয়েছে, ঔপনিবেশিক যুগে বহু মানুষ ব্রিটিশ-রাজকে ‘ঈশ্বরের ইচ্ছা’ বলে উল্লেখ করত। কিন্তু, তারা কোনওভাবেই ঈশ্বরের উপহার ছিল না। তারা কেবল মানুষকে লুঠ করেছে।
শিবসেনা বলেছে, ওরা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি অবলম্বন করে ১৫০ বছর ধরে রাজত্ব করেছিল। যারা মনে করছে, বর্তমান শাসক ‘ঈশ্বরের হস্তক্ষেপ’, তাদের উচিত ঈশ্বরকে অপমান বন্ধ করা। নাগরিকরাই আসল ভগবান। আর নোট বাতিলের ফলে তাঁরাই এখন ভিখারি হয়ে গিয়েছেন।
বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কৃতিত্ব দাবি করতে বিজ্ঞাপনে বিপুল খরচ করার অভিযোগ তুলে শিবসেনার প্রশ্ন, কেন বিদর্ভে পতঙ্গ-হামলায় তুলোচাষের প্রচুর ক্ষতি হয়েছে। এই নিয়ে কেন সরকার চুপ? তারা আরও জানায়, এখন বিদর্ভের কোনও যুবক মাওবাদীতে যোগ দিলে, সরকার তার কৃতিত্ব নেবে তো?
এখানেই থেমে থাকেনি কেন্দ্রের অন্যতম শরিক দলটি। বুলেট ট্রেন নিয়েও মোদী সরকারকে কটাক্ষ করে তারা। বলে, বুলেট প্রকল্প মোদী সরকারের ‘উপহার’। এর জন্য তারা কৃতিত্ব নিচ্ছে। তাহলে, মুম্বইতে তিনদিন আগে রেললাইন পার হতে গিয়ে তিন মহিলার মৃত্যুর কৃতিত্বও নেওয়া উচিত তাদের।