এক্সপ্লোর
Advertisement
উন্নয়নের জয়, বললেন মোদী, তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উন্নয়নের এজেন্ডায় সাফল্য, মত অমিত শাহের
নয়াদিল্লি: গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের ফল সুশাসন, উন্নয়নের রাজনীতির প্রতি জোরালো সমর্থনের ইঙ্গিত দিয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি কংগ্রেস শাসিত হিমাচল এবার ঝুলিতে পুরতে চলেছে বিজেপি। ভোটগণনায় ফলাফলে গতিপ্রকৃতি স্পষ্ট হতেই মোদী একগুচ্ছ ট্যুইট করে বলেন, গুজরাত, হিমাচলের জনগণ বিজেপির প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, আস্থা রেখেছেন, সেজন্য তাদের কাছে মাথা নত করছি। কথা দিচ্ছি, এই রাজ্যগুলিতে উন্নয়নের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে, মানুষের নিরলস সেবায় চেষ্টার কোনও ত্রুটি রাখব না।
I bow to the people of Gujarat and Himachal Pradesh for their affection and trust in BJP. I assure them that we will leave no stone unturned in furthering the development journey of these states and serve the people tirelessly.
— Narendra Modi (@narendramodi) December 18, 2017
সুশাসন, উন্নয়নের রাজনীতির প্রতি মানুষের প্রবল সমর্থন আছে, ভোটের ফলাফলে এটা স্পষ্ট বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, এই দুই রাজ্যের কঠোর পরিশ্রমী বিজেপি কর্মকর্তাদের অকুর্নিশ জানাই। ওঁদের অন্তহীন চেষ্টার জন্যই এই চমত্কার জয় সম্ভব হল।
Election results in Gujarat and Himachal Pradesh indicate a strong support for politics of good governance and development. I salute the hardworking BJP Karyakartas in these states for their hardwork which has led to these impressive victories.
— Narendra Modi (@narendramodi) December 18, 2017
जीता विकास, जीता गुजरात।
जय जय गरवी गुजरात!
— Narendra Modi (@narendramodi) December 18, 2017
হিন্দিতে আরেকটি ট্যুইটে মোদী বলেছেন, উন্নয়নের জয় হল, গুজরাতও জিতল। ১৮ মাস দূরে সাধারণ নির্বাচনের আগে এই জয় বিজেপির শক্তি নিঃসন্দেহে বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।
বিজেপি সভাপতি অমিত শাহ গুজরাত, হিমাচলে দলের সাফল্যকে পরিবারতন্ত্র, জাতপাত ও তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের জয় বলে চিহ্নিত করেছেন। মোদীর জনপ্রিয়তা, কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থমুখী কাজের ফলশ্রুতিতে গুজরাতে দলের জয় এসেছে বলে ট্যুইট করেন তিনি। গুজরাতের মানুষ, দলীয় কর্মীদেরও ধন্যবাদ দেন তিনি।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement