এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কোর্সে সরাসরি ভর্তির সুবিধা
নয়াদিল্লি: বাংলাদেশ ও পাকিস্তান থেকে হিন্দু অনুপ্রবেশকারীরা এবার থেকে সরাসরি ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। হিন্দু অনুপ্রবেশকারীরা, যাঁরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের এই সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিদেশমন্ত্রক।
উন্নয়নশীল দেশগুলির নাগরিকদের জন্য বিদেশমন্ত্রক ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস), ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) এবং ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) কোর্সে ভর্তির জন্য সেল্ফ ফিনান্সিং প্রকল্প চালাচ্ছে। এখন এই প্রকল্পের আওতায় ভারতে চলে আসা বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ বছর থেকেই তাঁরা ওই কোর্সগুলিতে ভর্তির সুযোগ পাবেন।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এক্ষেত্রে আবেদনকারীদের এআইপিএমটি-র মতো কেন্দ্রীয় বা অন্য কোনও প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে না। শিক্ষাগত মেধার ভিত্তিতে তাঁদের বাছাই করা হবে।
এমবিবিএস এবং বিডিএস-এ ভর্তির ক্ষেত্রে যোগ্যতা নির্ধারক পরীক্ষা (ভারতে উচ্চমাধ্যমিকের সমতুল) তে পদার্থবিদ্যা, রসায়ন ও জীবন বিজ্ঞানে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এর পাশাপাশি ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেচে হবে। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক বিষয়ে অন্তত ৬০ শতাংশ ও ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর প্রয়োজন।
আগ্রহী প্রার্থীরা ১৯ আগস্টের মধ্যে নয়াদিল্লির জনপথে জওহরলাল নেহরু ভবনে বিদেশমন্ত্রকের আন্ডার সেক্রেটারি (শিক্ষা) দফতরে আবেদন করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement