এক্সপ্লোর
Advertisement
বিবাহবিচ্ছেদে সম্মতি, স্ত্রীর হাতে আক্রান্ত স্বামীকে ৫০ হাজার খোরপোশ দেওয়ার নির্দেশ কোর্টের
মুম্বই: স্বামীর হাতে স্ত্রী আক্রান্ত, সেই জন্যে আদালতের দ্বারস্থ মহিলা। এমন ঘটনা হামেশাই ঘটে। এবার এক স্বামী তাঁর দুর্দশার কথা জানিয়ে আদালতে গেলেন। যদিও নিম্ন আাদলতে প্রথমে তিনি বিচার পাননি, পরে বম্বে হাইকোর্টে গেলে পরিস্থিতির বদল হয়। স্ত্রীর হাতে আক্রান্ত ওই ব্যক্তি বম্বে হাইকোর্টে বিবাহবিচ্ছেদের মামালা করেছিলেন। এর আগে অবশ্য ওই ব্যক্তির বিরুদ্ধে পণের জন্যে অত্যাচার এবং অপরাধমূলক ধারায় মামলা করেন স্ত্রী। সত্যি সামনে আসার পর ওই ব্যক্তিকে বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়ে স্ত্রীকে ৫০ হাজার টাকা স্বামীকে দিতে নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।
মুম্বইয়ের ওই ব্যবসায়ীর অভিযোগ, স্ত্রীর মিথ্যে অভিযোগের জেরে অপমানিত হয়েছেন তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা। ওই ব্যক্তির মা যিনি ক্যান্সারে আক্রান্ত তাঁকে পর্যন্ত আদালতে টেনে নিয়ে গিয়েছেন ব্যবসায়ীর স্ত্রী। ব্যবসায়ীর ভাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন ব্যবসায়ীর স্ত্রী।যদিও পরে সেটা প্রমাণ হয় মিথ্যে।
বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায় বলেছে হিন্দু বিবাহ আইন অনুযায়ী স্ত্রীর হাতে অত্যাচারের শিকার ওই ব্যক্তি। মূলত নিম্ন আদালতে যখন এই মামলা চলছিল, তখন তারা সমস্ত অভিযোগ একদিক দিয়ে খতিয়ে দেখেছিল। যার জন্যে সঠিক বিচার পাননি মুম্বইয়ের ওই ব্যবসায়ী, মন্তব্য করে বম্বে হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement