এক্সপ্লোর
‘ডিজে ওয়ালা বাবু’, না ‘নাগিন তুনে’, গান নিয়ে ধুন্ধুমার বিয়েবাড়িতে

কানপুর: কোন গান চলবে? এই নিয়েই ধুন্ধুমার বিয়ে বাড়িতে। শেষপর্যন্ত পুলিশকে এসে হস্তক্ষেপ করতে হল। ছজনকে থানায় তুলে নিয়ে পরিস্থিতি সামাল দিতে হল। পুলিশ জানিয়েছে, গতকাল রাজেন্দ্র কুমার নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বিয়ের শোভাযাত্রায় যোগদানকারীদের দুটি গোষ্ঠীর মধ্যে গান চালানো নিয়ে বচসা বেধে যায়। তারা মত্ত অবস্থায় ছিল। একদল ডিস্ক জকিকে বলিউডি গান ‘ডিজে ওয়ালা বাবু মেরা গানা বাজা দে’ চালাতে বলে। অন্যদল আবার ‘নাগিন তুনে’ গান চালাতে বলে। এই নিয়ে প্রথমে বচসা, তারপর হাতাহাতি বেধে যায়। পুলিশ ছয়জনকে থানায় তুলে নিয়ে আসে। পরে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















